বাংলাদেশি নাগরিক হয়েও চাকরি করছেন পোস্ট অফিসে

Spread the love

দক্ষিণ ২৪ পরগনায় ফের খোঁজ পাওয়া গেল বাংলাদেশির। এবার ভুয়ো নথি দিয়ে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার অভিযোগ উঠল নামখানা পোস্ট অফিসের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত সৈকত দাস বাংলাদেশের নাগরিক বলে দাবি স্থানীয়দের। সম্প্রতি ভোটার তালিকায় নাম তোলার পর নামখানা ডাকঘরের অস্থায়ী কর্মীর চাকরি পায় সে। অভিযুক্তের মায়ের দাবি, বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাঁরা।

সৈকত দাসের ভারতীয় কোনও বার্থ সার্টিফিকেট নেই। তাঁর বাবা মায়ের নাম নেই ভোটার তালিকায়। তার পরও কী করে তিনি ভোটার তালিকায় নাম তুললেন তা নিয়ে প্রশ্ন উঠছে। সৈকতবাবু জানিয়েছেন, আত্মীয়দের মাধ্যমে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন তিনি। তবে তাঁর যে ভারতীয় বার্থ সার্টিফিকেট নেই তা মেনে নিয়েছেন অভিযুক্ত। এমনকী সৈকতের বাবা বাংলাদেশে সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন তিনি। নিয়মিত বাংলাদেশে যাতায়াত রয়েছে তাঁর।

অভিযুক্তের মায়ের দাবি, আমরা বাংলাদেশে মুসলমানদের অত্যাচারে এদেশে আসতে বাধ্য হয়েছি। তাও অনেক বছর হয়ে গিয়েছে। আমাদের মতো এখানে কত রয়েছে। আমাদের নামেই শুধু কথা হচ্ছে কেন?

ওদিকে বাংলাদেশি নাগরিক কী করে ডাক বিভাগে চাকরি পেয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও নথি যাচাই না করেই কি ডাক বিভাগে নিয়োগ করা হচ্ছে। উঠছে সেই প্রশ্নও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *