বাংলাদেশি TMC নেত্রী লাভলি খাতুনকে পুশ ব্যাক করার দাবি বিজেপির

Spread the love

মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশে পুশ ব্যাকের দাবি জানাল বিজেপি। আগেই তাঁকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে প্রশাসন। তার পরও কেন ওই তৃণমূল নেত্রীকে রাজ্য প্রশাসন পুশ ব্যাক করছে না, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অম্লান ভাদুড়ি। জেলা প্রশাসন পদক্ষেপ না করলে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশি নাগরকিক বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর কাছে পরাজিত কংগ্রেস প্রার্থী। বিষয়টি মহকুমাশাসককে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। তদন্তে উঠে আসে, লাভলি খাতুন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এর পর এক ব্যক্তিকে বাবা বলে পরিচয় দিয়ে ভারতীয় নথি বানিয়েছেন তিনি। যদিও তাঁর বাংলাদেশের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট রয়েছে। এবং সেখানে বাবার নাম আলাদা।

এর পরই লাভলি খাতুনের বাংলাদেশি বলে ঘোষণা করে পঞ্চায়েতের সদস্যপদ খারিজ করার নির্দেশ দেন মহকুমাশাসক। ফলে প্রধান পদ চলে যায় তাঁর। বিজেপির প্রশ্ন, বাংলাদেশি বলে চিহ্নিত হওয়ার পরেও কেন লাভলি খাতুনকে বাংলাদেশে পুশ ব্যাক করছে না মালদা জেলা প্রশাসন। এই মর্মে জেলা প্রশাসনকে স্মারকলিপি দিতে চলেছে মালদা জেলা বিজেপি। দলীয় নেতা অম্লান ভাদুড়ি বলেন, ‘জেলা প্রশাসন আমাদের চিঠি পেয়ে তৎপর না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেব। তার পর কেন্দ্রীয় সরকার যা করার করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *