বাংলাদেশের ইউনুস সরকারের সমালোচনায় নামী পরিচালক

Spread the love

লে বন্দি পর্দার ‘শেখ হাসিনা’ নুসরত ফারিয়া। খুনের মামলায় রবিবারই গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। ১৯ মে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত নুসরতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এদিন ফারিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে দেয় আদালত।

এদিকে নুসরত ফারিয়ার এই গ্রেফতারের ঘটনায় ফেসবুকের পাতায় নিজের অবস্থায় স্পষ্ট করেছেন বাংলাদেশের আরও এক জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি লেখেন, ‘কী লজ্জার বিষয়! যাঁরা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাঁদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই। আমি বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’

ফারিয়ার গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের আরও এক নামী পরিচালক আশফাক নিপুন। তিনি ফেসবুকের পাতায় লেখেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হল এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়।’

নিপুন আরও লেখেন, ‘আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনরকম প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন।’

প্রসঙ্গত, নুসরত ফারিয়ার গ্রেফতারি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের আরও অনেক শিল্পী। এমনকি সেদেশের নামী পরিচালক তথা বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীA বলেছেন, ‘নুসরত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর। তিনি বলেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।’

মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা বলি না। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব। সেক্ষেত্রে আমারদের জন্য, নুসরত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *