বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসের পদত্যাগের ভাবনা নিয়ে সেদেশের রাজনীতির পারদ চড়তেই এবার সেনাপ্রধানের সঙ্গে জামায়েতের সাক্ষাতের খবর এল সামনে। জানা গিয়েছে, জামায়াত ইসলামির তরফে শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশের মিডিয়া রিপোর্ট বলছে, গত শনিবার রাতে এই সাক্ষাৎ হয়। এদিকে, বাংলাদেশের আরও এক রাজনৈতিক দল এনসিপিও এরই মাঝে সেনাবাহিনীকে নিয়ে মুখ খুলেছে।
মঙ্গলবার, বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,’ আমরা দেখেছি, বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতির মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে। উনি (সেনাপ্রধান) বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে।’ এরই সঙ্গে তিনি বলেন,’ কিন্তু সেনাবাহিনীর এ কথা বলার এক্তিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতে থেকে আলাদা করতে হবে। তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই।’ বাংলাদেশের সেনাবাহিনীকে কার্যত তুমুল কটাক্ষ করে এনসিপির এই নেতা বলেন,’ তাদের (সেনাবাহিনী) যে ফোর্সের নিয়মিত কার্যক্রম…আমরা দেখতে পাচ্ছি, বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করছে, আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাকটিভ রয়েছে। সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়নাঘরে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল।’ তিনি বলেন,’বাংলাদেশে যে আর্মড ফোর্সেস রয়েছে, সেখানে তাদের একটি সংস্কারপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’ কটাক্ষের সুর চড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এই এনসিপি নেতা বলেন, বাংলাদেশের সেনা সদস্যদের ‘পেটগুলো ভারী হয়েছে বসে বসে। তাঁদের আমরা মার্চ করতে দেখিনি।…রাজনীতিতে আপনারা কোনও মডেলিং করতে আসবেন না।’

এদিকে, বাংলাদেশের আরও এক রাজনৈতিক দল, জামায়াত ইসলামির দুই সদস্য ঢাকার সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সঙ্গে দেখা করেন। জামায়াত নেতাদের উদ্যোগেই এই সাক্ষাৎ বলে বাংলাদেশের মিডিয়া রিপোর্টে উঠে এসেছে। জামায়েতের তরফে আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন এই সাক্ষাৎ সৌজন্যমূলক ছিল। ‘প্রথম আলো’র রিপোর্ট বলছে, জামায়েতের এই নেতা বলেন,’ আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই।’ আর সেই উদ্দেশেই জামায়েত, সরকার ও সেনাবাহিনীর মধ্যে বর্তমান অবস্থায় যাতে সমঝোতা সমন্বয় হয় তার জন্য চেষ্টা করে চলেছে, বলে তিনি জানান। প্রথম আলো-র রিপোর্ট আরও বলছে, জামায়াতের সঙ্গে বৈঠকের আগে, আরও এক রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক হয়। তবে সেই দল কারা, সেই বিষয়ে স্পষ্ট খবর আসেনি।