বাংলাদেশ লাগোয়া জেলায় রাতের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর

Spread the love

ধুবরিতে ‘শ্যুট-অ্যাট-সাইট’ নির্দেশিকা জারি করে দিল অসম সরকার। গত কয়েকদিন ধরে বাংলাদেশ লাগোয়া জেলায় যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আপাতত রাতে ‘শ্যুট-অ্যাট-সাইট’ নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যিনি পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার নিজেই ধুবরিতে গিয়েছিলেন। 

অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ঝামেলা পাকানোর জন্য ধুবরিতে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। আর সেটা জানতে পেরে আমি ধুরবিতে এসেছি।’ সেইসঙ্গে তিনি বলেছেন, ‘জেলায় রাতে শ্যুট-অ্যাট-সাইট নির্দেশিকা জারি করে দিয়েছি আমি। যদি কেউ পাথর ছোড়েন এবং (কারও) কোনও কাজ নিয়ে পুলিশের মনে সন্দেহ তৈরি হয়, তাহলে ওরা (পুলিশ) গুলি চালিয়ে দেবে।’ হিমন্ত আরও জানিয়েছেন, ধুবরিতে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) এবং সিআরপিএফ (কেন্দ্রীয় বাহিনী) মোতায়েন করা হচ্ছে। জেলায় যত অপরাধী আছে, প্রত্যেককে গ্রেফতার করা হবে। ধুবরির পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে যায়, তা নিশ্চিত করা হবে বলে দাবি করেছেন হিমন্ত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ‘যারা নিজেদের হাতে আইন তুলে নেবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’

সেইসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে সোশ্যাল মিডিয়ায় ‘চরমপন্থী’ লোকজনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে মাঠে-ময়দানেও সেরকম চরমপন্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধুবরিতে যা ঘটেছে, তা ‘নিন্দনীয় এবং ঘৃণ্য’ বলেও মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী। 

বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ধুবরির আইন-শৃঙ্খলা ব্যবস্থা যাতে ঠিক থাকে, তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ করা হবে। সবরকমের সাম্প্রদায়িক গোষ্ঠীকে পরাজিত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছেন, প্রয়োজন হলে ফের ধুবরিতে আসবেন। দেখা করবেন সাধারণ মানুষের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *