বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের নয়া সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের জনসভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতার সুর তুঙ্গে তুলে মোদী অভিযোগ করেন, এখন যা পরিস্থিতি হয়েছে, তাতে আদালত ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের কাছে আর কোনও গতি নেই। প্রতিটি বিষয়ে আদালতকে হস্তক্ষেপকে করতে হচ্ছে। এভাবে কোনও সরকার চলতে পারে না। সেই পরিস্থিতিতে আগামী বছর তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়ে মোদী স্লোগান বেঁধে দেন, ‘পুরো বাংলা বলছে, বাংলায় হচ্ছে চিৎকার, আর চাই না নির্মম সরকার।’
বাংলার ৫ সংকট তুলে ধরলেন মোদী
আর তৃণমূল সরকার কতটা ‘নির্মম’, সেটা বোঝাতে একাধিক উদাহরণও দেন মোদী। কোন পাঁচটি সংকটের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, তাও জানান। মোদী বলেন, ‘প্রথম সংকট হল, সমাজে ছড়ানো হিংসা এবং অরাজকতা। দ্বিতীয় সংকট হল, মা ও বোনেদের সুরক্ষাহীনতা এবং তাঁদের উপরে ঘটে যাওয়া জঘন্য অপরাধ। তৃতীয় সংকট হল, যুবক-যুবতীদের মধ্যে চেপে বসা হতাশা এবং বেকারত্ব। চতুর্থ সংকট হল, দুর্নীতির দাপট এবং সরকারের উপর থেকে উঠে যাওয়া বিশ্বাস। পঞ্চম সংকট হল, গরিবের অধিকার ছিনিয়ে নেওয়া শাসক দলের স্বার্থান্বেষী রাজনীতি।’
কোমর বেঁধে বিজেপি নেতাদের ময়দানে নামার ডাক মোদীর
সেই পরিস্থিতিতে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে বাংলার মসনদে বসানোর আহ্বান জানান মোদী। একেবারে কোমর বেঁধে বিজেপি নেতাদের ভোটের ময়দানে নেমে লড়াই করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘সততার সঙ্গে সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র মেনে বাংলার উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি সরকার। এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যুবপ্রজন্ম এবং আপনাদের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের সবাইকে একত্রিত হয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।’

পালটা ৫ সংকটের তালিকা পেশ তৃণমূলের
আর মোদীর সেই হুংকারের মধ্যেই পালটা বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রী যে পাঁচটি সংকটের তালিকা পেশ করেছেন, তার পালটা দিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘আইন-শৃঙ্খলা? দু’বছর ধরে জ্বলছে মণিপুর। আগে নিজের বিশৃঙ্খলা ঠিক করুন। মহিলাদের সুরক্ষা? উন্নাও থেকে হাথরাস? বিজেপির ট্র্যাক রেকর্ড নিঃস্তব্ধতা এবং লজ্জায় ডুবে আছে।’
সেই তালিকার আরও ব্যাখ্যা করে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘তারুণ্যের নিরাশা? প্রশ্নপত্র ফাঁস, নিট দুর্নীতি এবং ৪৫ শতাংশ বেকারত্ব – পড়ুয়াদের দেওয়া বিজেপির জাতীয় উপহার। দুর্নীতি? আপনার মন্ত্রিসভার অর্ধেক সদস্যই জামিনে বাইরে আছেন।’ সেইসঙ্গে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘স্বার্থপর সরকার? আপনার সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে বাংলাকে মনরেগা এবং আবাস যোজনার তহবিল থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে।’