বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল চালু

Spread the love

বিকাশ ভবন থেকে চালু হল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের উদ্বোধন করেছেন।তবে পোর্টাল উদ্বোধনের মুখেই সম্ভবত টেকনিকাল কারণে কিছুক্ষণ থমকে যায় কর্মসূচি। এনিয়ে শিক্ষামন্ত্রী কিছুটা বিরক্তি প্রকাশ করেন। এনিয়ে আগে চেক করা হয়েছিল কি না তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

কাল অর্থাৎ বুধবার থেকেই ভর্তির জন্য় আবেদন করা যাবে। কাল সকাল ১০টা থেকে ভর্তির আবেদন করা যাবে।

মন্ত্রী জানিয়েছেন, প্রথমে কিছু তথ্য় দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আবেদনকারী যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন তার ভিত্তিতে তিনি লগ ইন করতে পারবেন। একজন পড়ুয়া সর্বোচ্চ ২৫টি আবেদন করতে পারবেন। তার পছন্দের কলেজের ক্রম অনুসারে। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সেই পড়ুয়া তার পছন্দের কলেজের তালিকা ও বিষয় পালটাতে পারবে।

‘আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সিস্টেম জেনারেটেড মেধাতালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে ১ জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে জমা দিয়ে প্রভিশনাল ভর্তির সুযোগ ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন।’

মন্ত্রী জানিয়েছেন, ‘প্রথম ফেজে আবেদন করার সময়সীমা ১ জুলাই। টাকা জমা দেওয়ার জন্য তিনি পেমেন্ট গেটওয়ে চালু করা হয়েছে। তবে এই গেটওয়ে ব্যবহার করার জন্য় যে চার্জ লাগবে তা ছাত্রছাত্রীদের দিতে হবে না। এটা রাজ্য সরকার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতে ছাত্রছাত্রীরা একাধিক কলেজে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধাতালিকার সুযোগ নিয়ে তাদের মেধার ভিত্তিতে তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন। প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনও ছাত্রছাত্রীকে সশরীরে কলেজে যেতে হবে না। প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্য়ার ভিত্তিতে পুনরায় একটি মেধাতালিকা প্রকাশ করা হবে। এই মেধাতালিকা অনুসারে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগের মেধাতালিকার ভিত্তিতে তারা পায়নি সেগুলি ফাঁকা থাকলে সেগুলিতে তারা মেধার ভিত্তিতে আবার ভর্তির সুযোগ অর্থাৎ আপগ্রেডেশনের সুযোগ পাবেন।’

‘এক্ষেত্রে নতুন করে টাকা দেওয়ার দরকার নেই। কেবলমাত্র অতিরিক্ত টাকাটা দিলেই হবে।যদি বেশি টাকা দিয়ে থাকেন তবে আপনা থেকে তার অ্যাকাউন্টে ফেরত চলে যাবে। এসএমএস ও মেইলের মাধ্য়মে আপডেট জানতে পারবেন। রিয়েলটাইমে ড্যাশবোর্ডে দেখা যাবে।’

‘নতুন চ্যাটবট আনা হল বীনা। এআই মাধ্যমে এখানে প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ছাত্রছাত্রীরা যেন তাদের নিজেদের মোবাইল নম্বর ও ইমেল আইডি দেন তার অনুরোধ করা হচ্ছে।

তবে প্রেসিডেন্সি, যাদবপুর সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই পোর্টাল কার্যকরী নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *