বাংলার বিয়ে বাড়িতে এবার বাজবে বাঙালি বিয়ের গানই

Spread the love

দেবদীপ মুখোপাধ্যায় মানেই হয়নি আলাপ। দেবদীপ মুখোপাধ্যায় মানেই যেন প্রিয় গান। যদিও আরও একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। অল্প দিনেই বাংলা বিনোদন জগৎ, গানের জগতে নিজের একটা স্বতন্ত্র জায়গা বানাতে পেরেছেন তিনি। এবার জানা গেল একটা একদম নতুন এবং অভিনব উদ্যোগ নিচ্ছেন এই গায়ক। কী সেটা?

কী ঘটেছে?

বাঙালি বিয়েতে সঙ্গীত না থাকলেও বাসররাত আছে। থুড়ি ছিল বহুদিন ধরেই। হাল আমলে যদিও গায়ে হলুদের পরিবর্তে যেমন হলদি জায়গা করে নিয়েছে বাঙালি বিয়ে বাড়িতে, ঠাঁই হয়েছে সঙ্গীতেরও। তবুও ফিকে হয়নি বাসররাতের প্রাধান্য। আর বাসররাত কি গান ছাড়া জমে? ইদানিং কালে তো আবার কোথাও কোথাও রিসেপশনের দিনও গান বাজনার আয়োজন করা হচ্ছে। ফলে বাঙালি বিয়েতে আজকাল গানের চাহিদা বা চল বেড়েছে সেটা বলাই যায়। কিন্তু অধিকাংশ সময়ই লীলাবালি, বা নয়া দামান, ইত্যাদির মতো বাংলা বিয়ের গানের বদলে কুড়মায়ি, কবিরা, ইত্যাদির মতো গান বাজতে শোনা যায়। সেখানেই বদল আনতে এই নতুন উদ্যোগ নিয়েছেন দেবদীপ মুখোপাধ্যায়।

দেবদীপ বাঙালি বিয়েতে বাংলা গান গাইছেন, তাও আবার নিজের লেখা, সুর করা বাংলা গান। আর তাঁর এই উদ্যোগে তাঁর সঙ্গে আছেন অনুষ্ঠানের আয়োজক এবং আরও এক প্রখ্যাত শিল্পী রুবেশ সরকার।

নিজেদের এই নতুন উদ্যোগের বিষয়ে দেবদীপ আনন্দবাজারকে জানিয়েছেন, ‘অনেক রকম রীতি পালন করা হয় বিয়ে বাড়িতে। যাঁরা বাংলা গান নিয়ে কাজ করেন, বাংলা গান তৈরি করেন এই বাঙালি বিয়ে বাড়িগুলি তাঁদের জন্য মঞ্চ হয়ে উঠতে পারে। এই ভাবনা তাই বিয়ে বাড়িতে গান বাজনা করব বলেই এসেছে।’ জানা গিয়েছে প্রেম, অপ্রেম দু রকমের গান থাকবে। যে কোনও সম্পর্কেই ঠোকাঠুকি অর্থাৎ ঝগড়া লাগে। সেই কথা মাথায় রেখে থাকবে এই অপ্রেমের গান। খালি মৌলিক গান নয়। দেবদীপ জানিয়েছেন বিয়ে বাড়িতে নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত সহ যে কোনও ধরনের বাংলা গান গাওয়া যেতে পারে। এখনও পর্যন্ত তিনি বিবাহকেন্দ্রিক কোনও গান তৈরি করেননি বলেও জানিয়েছেন হয়নি আলাপ গানটির গায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *