বাকি ১২ জঙ্গি ঠিকানা খতম কবে?

Spread the love

পহলগাঁও জঙ্গি হামলার বদলায় ‘অপারেশন সিন্দু’এ বুধবার রাতে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে অভিযান চালিয়ে ৯টা জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তার পর থেকেই ভয়ে কাঁপছে পাকিস্তান। ভারতীয় অভিযানের পর এক সাংবাদিক বৈঠকে গোটা অভিযান নিয়ে বিবৃতি দিয়েছেন সেনাবাহিনীর ২ মহিলা আধিকারিক। আর সেখানে দেখানো মানচিত্রে স্পষ্ট, সীমান্তপারে ২১টি জঙ্গিশিবির চিহ্নিত করেছে ভারত। তার মধ্যে বুধবার রাতে ৯টি জঙ্গিশিবির ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। এর পরই বাকি ১২টি জঙ্গিশিবির ভারত কখন ধ্বংস করবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি।

বুধবার ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রির উপস্থিতিতে ভারতীয় সেনার কর্নের সোফিয়া কুরেশি ও ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার ব্যোমিকা সিং ভারতের অভিযানের বিস্তারিত গোটা বিশ্বের সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। সেখানে একটি রেখাচিত্র উপস্থাপন করে তাঁরা বলেন, উত্তরে সওয়াই নালা থেকে দক্ষিণে বাহওয়ালপুর পর্যন্ত পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারত ২১টি জঙ্গিশিবির চিহ্নিত করেছে। এদের মধ্যে বুধবার রাতে ধ্বংস করা হয়েছে ৯টিকে। প্রশ্ন উঠছে, বাকি ১২টি শিবির ধ্বংস করতে কত সময় নেবে ভারত। আর এই প্রশ্নেই রক্তচাপ বেড়েছে ভারতের। বুধবারের অভিযানের পর প্রাক্তন সেনাপ্রধান নারভানে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আভি ভি পিকচার বাকি হ্যায়।

পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন অপারেশন সিঁদুর শেষ হয়নি। ফলে ভারত ফের পাকিস্তান ও PoJKতে অভিযান চালাতে পারে আশঙ্কায় কুঁকড়ে রয়েছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *