বাঙালি নির্যাতনের ভুয়ো ভিডিও পোস্টের অভিযোগ মমতার বিরুদ্ধে

Spread the love

দিল্লিতে বাঙালি পরিযায়ী পরিবারের শিশুসন্তানের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন তা ভুয়ো বলে জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। আর এবার ভুয়ো পোস্ট করে দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হতে চলেছে অভিযোগ। মঙ্গলবার দুপুরে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। তিনি মনে করান, আমাদের দেশের সংবিধানে আইনপ্রণেতাদের জন্য কোনও ছাড় নেই।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধান রায় বসেছিলেন সেটাকে কোথায় উনি নামালেন। এবং এখনও পর্যন্ত আমি যা জানি তাতে তিনি ওই পোস্ট প্রত্যাহার করেননি। পার্থ রায়বর্মনের মতো মুখ্যমন্ত্রীকেও করতে হবে। একটু পরেই FIR হবে। ভারতবর্ষের আইনে রাজনৈতি নেতা -নেত্রীদের আলাদা কোনও সুবিধা দেওয়া হয়নি। একমাত্র সাংবিধানিক লোকেদের ক্ষেত্রে কিছু অনুমতি প্রয়োজন হয়। আইনপ্রণেতাদের জন্য ভারতীয় ন্যায় সংহিতায় আলাদা কোনও সংস্থান নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও আইনের উর্ধে নন।’

শুভেন্দুবাবু মনে করান, ‘একটা কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে কী করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের লোক দেখেছে। সারের দাম বেড়েছে কেন জানতে চাওয়ায় প্রান্তিক শিলাদিত্যকে মাওবাদী বলে আটকে রেখেছেন। এখনও ইউটিউবার – পোর্টালের সাংবাদিকদের ওপর অত্যাচার চলছে। সরকারের বিরুদ্ধে কিছু বললেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *