বাচ্চা হলে কাজ হারানোর ভয় পান দর্শনা

Spread the love

২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। প্রেম আর বিয়ের খবর, ঘুণাক্ষরে আসতে দেননি সামনে। এমনকী, বিয়ের খবর আসার পর, একাধিক ট্রোলের মুখেও পড়েন এই জুটি। সৌরভের ‘চরিত্র-বিশ্লেষণ’ করে কেউ কেউ তো ভবিষ্যদ্বাণী করে ফেলে যে, মাসখানেকও টিকবে না বিয়ে।

তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে, দেখতে দেখতে বিয়ের দেড় বছর পার করে ফেলেছেন তাঁরা। বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন? সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে এসে সন্তান নেওয়া নিয়ে কথা বললেন দর্শনা।

অভিনেত্রীকে বলতে শোনা গেল, ‘একদম। বিয়ে করেছি, আমি আর সৌরভ বাচ্চা খুব ভালোবাসি। এবং আমাদের এটা তো অবশ্যই পরিকল্পনা আছে, নিজেদের একটা পরিবারের।’

কখনো ভয় পান দর্শনা, বাচ্চা হলে টলিউডে কাজ হারাতে পারেন? দর্শনার স্পষ্ট জবাব, ‘এমনি তো মেয়েদের খুব সহজেই সরিয়ে দেয়। আচ্ছা এই অভিনেত্রী বিয়ে করছে, সরিয়ে দাও। আচ্ছা বাচ্চা হচ্ছে, সরিয়ে দাও। আমাদের এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু অনেক আগেই এটা ভেঙে দিয়েছেন। এবং বর্তমান সময়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার দুটো বাচ্চা আছে। যেভাবে সব কিছু ম্যানেজ করছে। বম্বে যাচ্ছে অ্য়াড করছে, এখানে শো করছে, ওখানে মুভি করছে, প্রোডাকশন সমালাচ্ছে। আমার মনে হয় ডাক্তার অনুতি দিলে, আর মেয়েরা নিজেরা চাইলে, মেয়েরা সব পারে।’

অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি জোজো দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল দর্শনার। এরপরেই অরিন্দম শীলের পরিচালনায় আসছে আবার শবরে দেখা মেলে তাঁর। বাংলার পাশাপাশি, তেলুগু ছবিতেও কাজ করেছেন দর্শনা। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে অন্তরাত্মা নামের ইন্দো-বাংলাদেশ একটি প্রোজেক্টেও দেখা গিয়েছে তাঁকে। ছবি লিস্টে আছে অল্প হলেও সত্যি, ষড়রিপু ২: জতুগৃহ, সূর্য্য-র মতো সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *