বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন

Spread the love

বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্সে।টিপস্টার সেটসুনা ডিজিটালের দাবি, ডিভাইসটিতে অ্যাপল, ডিজাইন, ক্যামেরা ও চিপসেটের পাশাপাশি ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড করতে যাচ্ছে।

জানা গেছে, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। বর্তমানে আইফোন ১৬ প্রো ম্যাক্সে আছে ৪৬৮৫ এমএএইচ ব্যাটারি।

সেক্ষেত্রে নতুন মডেলে বেড়েছে ৩১৫ এমএএইচ, যা ব্যাটারি ব্যাকআপে আনতে পারে বড় পরিবর্তন। আইফোনে শক্তিশালী হার্ডওয়্যার ছাড়াও রয়েছে দুর্দান্ত পাওয়ার এফিশিয়েন্সি। তাই ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকলে, এটি হতে পারে অনেক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের চেয়েও বেশি টেকসই।

তবে প্রযুক্তিবিদরা বলছেন, অ্যাপলের পক্ষ থেকে এত বড় ব্যাটারি আপগ্রেড খুবই বিরল। তাই এ তথ্যকে কেউ কেউ দেখছেন সন্দেহের চোখে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *