বাড়ির বাইরে ২০২৫, ভিতরে ১৯৮০! টাইম মেশিনে ফিরল ‘পুরনো সেই দিনের কথা…’

Spread the love

শখ অনেকরকম। কারও গাড়ি বাড়ি, কারও বিশ্বভ্রমণ। কারও আবার পুরনো সময়ে ফিরে যাওয়া। তেমনটাই এবার হল দুবাইয়ে। জন্মসূত্রে কেরলেথ মানুষ আবদুল্লা নুরুদ্দিন‌। দুবাইয়ে প্রাণকেন্দ্রে সেই কেরলের কথা মাথায় রেখেই বানিয়ে ফেললেন এক বিশেষরকম অট্টালিকা। যে বাড়ির ভিতর ঢুকলে এক ঝটকায় যে কারওর মনে পড়ে যাবে আশির দশকের কথা। কেরলের আশির দশকের সেই বাড়ির দৃশ্য এখন ভাইরাল নেটপাড়ায়।

‘পুরনো সেই দিনের কথা’ অনেকের মুখেই শোনা যায়। অনেকেই স্মৃতিরোমন্থন করতে ভালোবাসেন। কিন্তু সেই সময়ে ফিরে যাওয়াটা বাস্তবে মুশকিল। তবে আবদুল্লার বাড়িকে সেই গোত্রে ফেলা যাবে না। কারণ এই বাড়িটি যেন টাইম মেশিন! অবিকল ১৯৮০ সালের মতোই‌। নেটপাড়ায় ভিডিয়ো ভাইরাশ হতেই তাই অবিরাম প্রশংসা জুটেছে নেটিজেনদের।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *