দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন মালদার তৃণমূল নেতা বাবলা সরকার। এরপর একে একে অভিযুক্তরা ধরা পড়েছে। খোদ তৃণমূল নেত্রী গিয়েছিলেন মৃত বাবলা সরকারের বাড়িতে। স্বান্তনা দিয়েছিলেন স্ত্রীকে। এবার মালদায় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে জেলায় জেলায় দলকে শক্ত ভিতের উপর সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একের পর এক রদবদল হচ্ছে। তারই অঙ্গ হিসাবে দলের জেলা সভাপতির পদই উড়ে গিয়েছে বীরভূমে। আর মালদায় দুলাল সরকার ওরফে বাবলা সরকারের স্ত্রী চৈতালিকে দলের চেয়ারপার্সনের দায়িত্ব দিল দল।
অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বর্তমানে ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার দলের বড় পদ পেলেন তিনি। এর আগে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্য়ায় এই পদে ছিলেন এবার চৈতালি সরকারকে সেই পদে আনা হল।

চৈতালি সরকার এনিয়ে জানিয়েছেন, মুখ্য়মন্ত্রী ধন্য়বাদ জানাচ্ছি এই বাড়তি দায়িত্ব দেওয়ার জন্য। আমি দলের জন্য় কাজ করে যাব। এদিকে বাবলা সরকারও ছিলেন অত্যন্ত দক্ষ নেতা। তাঁর প্রয়াণে কিছুটা শূন্য়স্থান তৈরি হয়েছিল। এবার চৈতালি সরকারের উপর বড় দায়িত্ব।