বাবার কথা স্মরণ করে ‘ফাদার্স ডে’ পালন কাঞ্চনের

Spread the love

গতবছর একটি ছোট্ট কন্যা সন্তানের পিতা হয়েছেন কাঞ্চন মল্লিক। যদিও আগেও তিনি এক পুত্র সন্তানের বাবা হয়েছেন। তাই বাবা হওয়ার অনুভূতিটা যে একেবারে নতুন তা বলা যায় না। তবে মেয়ের বাবা হওয়ার অনুভূতি সত্যি কিছুটা আলাদা। ১৫ জুন বাবা দিবসের দিন মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন কাঞ্চন। বাবার পুরনো ছবিও পোস্ট করলেন তিনি।

বিশেষ দিনে তিনটি বিশেষ ছবি পোস্ট করে কাঞ্চন লেখেন, ‘আমি কখনোই কোন বিশেষ দিন উদযাপনে বিশ্বাসী নই, আমি চিরকালই পুরনো মানসিকতার মানুষ। কিন্তু আমার মেয়ে তো ২০২৪ সালে জন্মেছে, ওর কাছে এই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে কারন চারপাশ থেকে যেটা দেখবে ও সেটাই শিখবে।’

কাঞ্চন আরও লেখেন, ‘আমার মেয়ের এখনও ফাদার্স ডে বোঝার বয়স হয়নি, কিন্তু ওর কাছে যে প্রত্যেকদিন ফাদার্স ডে সেটা ও না চাইতেই বুঝিয়ে দেয়। যখন দুহাত দিয়ে গালটা ধরে আদর করে দেয়, ওর ভাষায় নানা রকম ভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে, তখন আমার মনে হয় সারাদিন শত ক্লান্তির পর যখন বাড়ি ফিরি তখন ওর মুখটাই দেখে মনে হয়, এটাই জীবনের নিঃস্বার্থ ভালোবাসার প্রাপ্তি।’

নিজের ছোটবেলার কথা স্মরণ করে কাঞ্চন লেখেন, ‘আমার কাছে বাবা মানে নিরাপদ আশ্রয়, যতই বাবার বকুনি খাই, বারবার মনে হয় কথা বলবো না, যতই রাগ হয়, অভিমান হয়, তা সত্ত্বেও এটা আমি জানি পৃথিবীতে একটাই মানুষ যে তোমার সমস্ত আবদার নিঃস্বার্থভাবে মিটিয়ে যাবে, তার জীবনের শত কষ্ট থাকা সত্ত্বেও।’

সবশেষে কাঞ্চন বলেন, ‘আজ বাবা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু আমি জানি আমার পাশে না থাকলেও বাবার আশীর্বাদ আমার সঙ্গে ছায়ার মতো আছে সর্বদা। বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো। হ্যাপি ফাদার্স ডে।’

প্রসঙ্গত, মেয়ের ছবি দিলেও ছেলের ছবি না দেওয়ায় কিছুটা ক্ষুব্ধ হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। শুধু মেয়ে নয়, বাবা দিবসে কাঞ্চনের ছেলের সঙ্গেও ছবি পোস্ট করা উচিত ছিল বলে মনে করেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *