২০২৩ সালে আচমকাই বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। দু’বছর আগে ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীর সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন পরমব্রত। বিয়ের দুই বছর পর ২০২৫ সালের ভ্যালেন্টাইনস ডে- এর ঠিক পরের দিন অর্থাৎ ১৫ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তারকা জুটি জানান, তাঁরা হতে চলেছেন বাবা-মা।
স্ত্রীর গর্ভাবস্থায় তাঁকে সবসময় আগলে রাখতেন পরম। কাজের পরে যেটুকু সময় পেতেন, তার সবটুকুই তিনি উজাড় করে দিতেন স্ত্রীর দেখাশোনায়। অবশেষে হল অপেক্ষার অবসান। গতকাল অর্থাৎ ১ জুন কলকাতায় এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পিয়া।
রবিবার সকালে পরমব্রত এবং পিয়ার জীবনে নতুন সদস্যের আগমনের কথা জানতে পেরেই শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন সকলে। শুভেচ্ছাবার্তা পাঠান পিয়ার সহকর্মী রত্নাবলী রায়। শুভেচ্ছাবার্তা পাঠান পরমব্রতর বহুদিনের সহকর্মী তথা বান্ধবী রাইমা সেনও। বাবা হওয়ার পর এবার ফেসবুকে নতুন একটি পোস্ট করলেন পরমব্রত নিজেও।
বাবা হওয়ার ঠিক পরের দিন অর্থাৎ ২ জুন সকাল সকাল ফেসবুকে একটি মিষ্টি পোস্ট করতে দেখা যায় পরমব্রতকেও। একরত্তির দুটি ছোট্ট ছোট্ট পায়ের ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, পরম মমতায় ছেলের পা আগলে রেখেছেন পরম এবং পিয়া।

মিষ্টি এই ছবিটি পোস্ট করে পরমব্রত লেখেন, ‘আমরা আমাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। যারা আমাদের শুভেচ্ছাবার্তা এবং প্রার্থনা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।’ ছবিতে লেখা, ইটস এ বেবি বয়, আমাদের হৃদয় পূর্ণ হল, সঙ্গে আমাদের হাতও। পৃথিবীতে তোমায় স্বাগত, জুনিয়র!
পরমের এই পোস্টে কমেন্ট করে লোপামুদ্রা মিত্র শুভেচ্ছাবার্তা জানিয়েছেন দুজনকে। কমেন্ট বক্সে তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তা জানাতে দেখা গিয়েছে জোজোকেও।
প্রসঙ্গত, বন্ধু অনুপমের বউ পিয়াকে বিয়ে করার জন্য সোশ্যাল মিডিয়ায় বহু কটাক্ষের শিকার হতে হয়েছিল পরমব্রতকে। সেই সব বিদ্রুপ অপেক্ষা করে আজ অনেকটাই এগিয়ে গিয়েছেন দুজনে। এবার একরত্তিকে নিয়ে নতুন পথচলা শুরু হল পরম-পিয়ার।