বারণ অমান্য করেও কেন ‘জিসম’ ছবিতে কাজ করেছিলেন বিপাশা?

Spread the love

বঙ্গতনয়া বিপাশা বসুর কেরিয়ারে যে সিনেমাগুলি অভিনেত্রীর জনপ্রিয়তা বাড়িয়েছিল, তার মধ্যে অন্যতম হল ‘জিসম’। কিন্তু এই সিনেমাটি করার আগে বাড়ির সদস্যরা বারবার অভিনেত্রীকে মানা করেছিলেন ছবিতে অভিনয় করতে। এমনকি বিপাশার ম্যানেজার পর্যন্ত তাঁকে ‘পাগল’ ভাবতে বাধ্য হয়েছিলেন। কিন্তু কেন?

২০০৩ সালে জন আব্রাহামের বিপরীতে জিসম সিনেমায় অভিনয় রাতারাতি খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন বিপাশা বসু। ছবিতে অভিনেত্রীর আবেদনময় লুক ঘুম কেড়েছিল পুরুষ ভক্তদের। কিন্তু যে ছবির জন্য জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী, সেই ছবিটিই প্রথমে তাঁকে করতে মানা করেছিলেন কাছের মানুষেরাই।

সম্প্রতি টাইমস নাউ – এর সঙ্গে চলা একটি সাক্ষাৎকারে বিপাশা জিসম ছবিতে অভিনয় করার আগের কিছু ঘটনার কথা উল্লেখ করেননি। তিনি জানান, তাঁকে তাঁর বাড়ির সকলে এই ছবিটি করতে মানা করেছিলেন। এমনকি অভিনেত্রীর ম্যানেজার পর্যন্ত বিপাশাকে বারবার মানা করেছিলেন ছবিতে অভিনয় করতে।

বিপাশা বলেন, ‘২০০৩ সালে আমার কেরিয়ার ঊর্ধ্বগামী ছিল, একের পর এক ছবির অফার আসছিল আমার কাছে। ঠিক সেই সময় জিসম সিনেমাটির অফার আসে আমার কাছে। কিন্তু যেহেতু এই সিনেমাটির গল্প প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু নিয়ে ছিল, তাই এই সিনেমাটি তখন সকলে আমাকে করতে মানা করেছিলেন। আমার ইমেজ খারাপ হয়ে যাওয়ার ভয় পেয়েছিলেন সকলে।’

বিপাশা আরও বলেন, ‘আমার ম্যানেজার পর্যন্ত আমাকে পাগল ভেবেছিল সেই সময়। আমি হয়তো মারাত্মক বড় ভুল করছি বলে মনে করেছিল সে। কিন্তু বিশ্বাস করুন আমার এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর সবকিছু বদলে যায়। মহিলারা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারেন না, এই ধারণা চিরতরে বদলে যায়। আমার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিনেমা ছিল, যার অভিজ্ঞতা ছিল অসাধারণ। কিন্তু আমি বলি,গল্পটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এটা করব।’

প্রসঙ্গত, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিসম’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছিলেন বিপাশা। এই সিনেমাটি এক অর্থে জন এবং বিপাশা দুজনেরই কেরিয়ারকে ঊর্ধ্বমুখী করে তোলে। তবে জন এখনও সিনেমায় অভিনয় করলে বিপাশা ২০১৫ সালের পর থেকে আর ছবি করেননি।

উল্লেখ্য, সম্প্রতি বিপাশার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ছবিতে বিপাশাকে বেশ স্থূল লাগছিল। ছবিটি দেখে সোশ্যাল মিডিয়ায় বিপাশাকে উদ্দেশ্য করে নানা ধরনের কটাক্ষ ছুটে আসে। যদিও এই বিষয়ে অন্যান্য তারকারা কথা বললেও বিপাশা এই বিষয় নিয়ে একটি বাক্য ব্যায় করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *