বালোচিস্তানে আর্মি স্কুলের বাসে IED বিস্ফোরণ মৃত ৪ পড়ুয়া

Spread the love

বালোচিস্তানে আর্মি স্কুলের বাসে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটল আজ। জানা গিয়েছে, খুজদারে এই বিস্ফোরণটি ঘটেছে। এই বিস্ফোরণের জেরে অন্তত ৪ জন শিশু নিহত হয়েছে। এরই সঙ্গে জখন আরও অন্তত ৩৮। এদিকে এই ঘটনায় গোটা বাস পুড়ে গেলেও পড়ুয়াদের ব্যাগ অক্ষত দেখা যায়। যা নিয়ে অবশ্য সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, এর আগে বালোচ স্বাধীনতাকামী গোষ্ঠীগুলি কখনওই শিশুদের ওপর হামলা চালায়নি। ২০১৪ সালে অবশ্য টিটিপি পেশোয়ারে আর্মি স্কুলে ঢুকে ১৩২ শিশু সহ ১৪৯ জনকে হত্যা করেছিল। এদিকে এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। এদিকে পাকিস্তানের সরকারও সরাসরি কারও ওপরে দায় চাপায়নি। তবে দোষীদের যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।

খুজদারের ডেপুটি কমিশনার ইকবাল দশাতি দ্য ডনকে জানিয়েছেন, জিরো পয়েন্টের সামনে বাসে বিস্ফোরণ ঘটেছিল। সেখান থেকে তড়িঘড়ি জখমদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারও শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে কোয়েট্টা বা করাচির হাসপাতালে পাঠানো হবে। এদিকে তাঁর দাবি, প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে।

এই ঘটনার পর মোহসিন নকভি একটি বিবৃতি দিয়ে বলেন, ‘যে জানোয়াররা এই ঘটনা ঘটিয়েছে, তাদের প্রতি কোনও দয়া-মায়া দেখানো হবে না। এই শত্রুরা নিষ্পাপ শিশুদের মেরে নিজেদের পাশবিকতা তুলে ধরেছে। দেশে অরাজকতা ছড়ানোর জন্যে বড় এবং নোংরা একটা ষড়যন্ত্র এই হামলা। দেশ ঐক্যবদ্ধ। আমরা সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেব।’এদিকে এর একদিন আগে খাইবার পাখতুনখোয়ায় এক সামরিক অভিযানে ১২ জন পাঠানের মৃত্যু হয়েছিল বলে জানা যাচ্ছে। তার মধ্যে অন্তত তিনজন নিষ্পাপ শিশু ছিল। এই আবহে পাঠানরা পাক সেনার ওপর ক্ষুব্ধ ছিল। এই নিয়ে পাক প্রতিরক্ষান্ত্রী খাজা আসিফকে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্ন এড়িয়ে চলে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *