ভয়াবহ বিমান দুর্ঘটনা। টেক অফের কিছুক্ষণের মধ্য়েই ভেঙে পড়ল বিমান। স্থানীয় হাসপাতালের ডাক্তারদের হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। হস্টেলের বিল্ডিংয়ের উপর ভেঙে পড়ে বিমানটি। একেবারে ভয়াবহ বিপর্যয়।বিমানটি ভেঙে পড়ার সময় ঠিক কী দেখলেন প্রত্য়ক্ষদর্শীরা?
পিটিআই সূত্রে জানা গিয়েছে, এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানিয়েছেন, বিকট একটা শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। বাইরে বেরিয়ে দেখেন প্রচুর ধোঁয়া বের হচ্ছে। সেই সঙ্গেই চারদিকে ধ্বংসস্তুপ। আর মৃতদেহ ছড়িয়ে রয়েছে।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি জানিয়েছেন, আমি বাড়িতেই ছিলাম। সেই সময় বিকট একটা আওয়াজ পেলাম। যখন ঘর থেকে বেরিয়ে দেখতে এলাম কী হয়েছে, তখন দেখি ধোঁয়ার কুন্ডুলি উঠছে উপরের দিকে। কিছুটা এগিয়ে এসে দেখলাম চারদিকে মৃতদেহ ছড়িয়ে রয়েছে। চারদিকে ধ্বংসস্তুপ হয়ে রয়েছে।

এক ব্যক্তি সংবাদ সংস্থায় জানিয়েছেন, এসে দেখলাম চারদিকে বডি পড়ে রয়েছে। এদিকে ঘটনার পরেই দমকল বাহিনী এলাকায় চলে আসে। তারা আগুন নেভানোর চেষ্টা করে। একেবারে ভয়াবহ পরিস্থিতি। একের পর এক দেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারী টিম দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে।