SSCর নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে দায়ের মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। এদিন ২০১৬ সালের বিধিতে নতুন পরীক্ষা করানোর দাবি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলা খারিজ করে দিল ২ বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে মামলাকারীদের ভর্ৎসনা করে বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ।
এদিন এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিরা বলেন, ‘আদালত তো নিয়োগপ্রক্রিয়া থেকে অযোগ্যদের বাদ দিয়ে দিয়েছে। তাহলে নতুন করে প্রশ্ন উঠছে কেন? আর মামলাকারীরা তো নিয়োগই পাননি। ফলে তারা যোগ্য বা অযোগ্য কোনও শ্রেণির মধ্যেই পড়েন না। তাহলে তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা কোথায়?’ এর পরই বিচারপতি মামলাকারীদের আইনজীবীকে ভর্ৎসনা করে বলেন, ‘আদালতটা জুয়া খেলার জায়গা নয়’

আদালত এদিন স্পষ্ট জানিয়েছে, সুপ্রিম কোর্ট তার রায়ে শুধুমাত্র SSCকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। বিধি প্রণয়নের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে SSCর হাতে। আদালতের রায় ভালো করে পড়ুন। বিধি প্রণয়নের ওপর কোনও বিধিনিষেধ জারি করেনি আদালত। এদিনের রায়ের ফলে অভিজ্ঞতার জন্য SSCর বরাদ্দ করা ১০ নম্বর নিয়ে যাবতীয় ধোঁয়াশার অবসান হল। এর আগে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে দায়ের যাবতীয় মামলা খারিজ করে দিয়েছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।