বিজেপিতে গোষ্ঠী নেই! অনেক খুঁজেও পাইনি

Spread the love

বিজেপিতে কোনও গোষ্ঠী নেই। অনেক খুঁজেও পাইনি, রাজ্য বিজেপির সভাপতি পদে বসার আগের দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানালেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বুধবার দলের বিধাননগরের দফতরে মনোনয়ন পেশের পর মুরলিধর সেন স্ট্রিটের পুরনো অফিসে যান তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য থেকে ফের একবার তৃণমূলকে উৎখাতের ডাক দেন শমীকবাবু।

এদিন মুরলিধর সেন স্ট্রিটের দফতরের সামনে চায়ের দোকানে বারবরের মতো চা খান শমীক ভট্টাচার্য। এর পর দফতরের ভিতরে কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীকবাবু বলেন, ‘একটা রাজনৈতিক দল নির্দিষ্ট মতাদর্শের ওপর ভিত্তি করে তাদের কর্মসূচি তৈরি করে। এভাবেই একটি প্রান্তিক শক্তি হিসাবে শুরু করে আজ এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। এখানে সভাপতি খুব বেশি প্রাসঙ্গিক নয়। পুরোটাই একটা টিম গেম। এবারের নির্বাচনে কোনও রাজনৈতিক দলের হাতে লাগাম নেই। মানুষ ঠিক করে নিয়েছে তারা তৃণমূলকে বিসর্জন দেবে। তাই লক্ষ্য একটাই ২০২৬এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বিজেপিতে গোষ্ঠী বলে কিছু নেই, আমি তো অনেক খুঁজেছি। অন্য কোনও গোষ্ঠীর দফতর খুঁজে পাইনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *