বিজেপি কর্মী খুনের রহস্যভেদ

Spread the love

দু’‌বছর আগে পূর্ব মেদিনীপুরের ময়নার অন্তর্গত বাকচায় বিজেপির বুথ সভাপতি খুন হন বলে অভিযোগ। ওই বিজেপি কর্মীর নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়া। আর তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। কে খুন করেছে?‌ এই প্রশ্নের উত্তর জানতে এনআইএ তদন্ত শুরু করে। আর তার জেরে নানাভাবে বহু সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা –কর্মীরা হেনস্থা হয় বলেও অভিযোগ ওঠে। তবে এবার এনআইএ মূল অভিযুক্ত তথা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরাকে গ্রেফতার করেছে। শুক্রবার মাঝরাতে এনআইএ গ্রেফতার করেছে তাঁকে। এই খুনের ঘটনায় মোট ৩৫জন তৃণমূল কংগ্রেস নেতা–কর্মীর বিরুদ্ধে এফআইআর হয়। এই গ্রেফতারের আগেই ৯জনকে গ্রেফতার করেছিল এনআইএ।

এই খুনের ঘটনায় মামলা গড়ায় কলকাতা নগর দায়রা আদালতে। সেখানে অভিযুক্ত মনোরঞ্জন হাজরা, অঞ্চল এবং বুথস্তরের তিন নেতা বুদ্ধদেব মণ্ডল, কমল খুটিয়া ও স্বপন ভৌমিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু আদালতে হাজিরা না দেওয়ায় গত ৩ এপ্রিল তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। ২১ এপ্রিল বাকচা গ্রাম পঞ্চায়েতের নানা জায়গায় নেতা–কর্মীদের নামে নোটিশ সাঁটিয়ে দেয় এনআইএ। এই আবহে একসপ্তাহ আগে এনআইএ মনোরঞ্জনের বড় ছেলেকে আটক করে। যদিও তাঁর নাম কোনও এফআইআরে নেই। তাই তাঁকে ছেড়েও দিতে হয়।

২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। তার আগে এই গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তবে শুক্রবার মাঝরাতে এনআইএ বাকচা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন হাজরাকে গ্রেফতার করল কেন?‌ সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মনোরঞ্জন মূল অভিযুক্ত হলে এবং এনআইএ’‌র কাছে তথ্যপ্রমাণ থাকলে আজ, রবিবার সকালেও গ্রেফতার করতে পারত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোরঞ্জন এনআইএ অফিসে গিয়ে আত্মসমর্পণ করেছেন। বিজেপি কর্মীর খুনের ঘটনায় নাম জড়ানোয় অধিকাংশ নেতা–কর্মী এখন ঘরছাড়া।

সালটা ছিল ২০২৩। আর মে মাসে ময়নার বাকচার বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করার জেরেই মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে নিহত বিজেপি কর্মীর পরিবার সরব হয়। বিজেপি নেতৃত্ব এই খুনের ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানিয়েছিল। তাই নিহত বিজেপি কর্মীর বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এসবের মধ্যেই শুক্রবার মাঝরাতে এনআইএ গ্রেফতার করে মনোরঞ্জন হাজরাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *