বিজেপি শাসিত এই রাজ্যটিতে কলেবরে বাড়ছে তৃণমূল

Spread the love

রবিবার বিজেপি শাসিত অসমে তৃণমূলের ঘরে ‘মেগা যোগদান’ দেখা গেল। অসমের বিভিন্ন পার্টি ছেড়ে এসে শতাধিক মানুষ সেদিন তৃণমূলে যোগদান করেন। প্রসঙ্গত, অসমে শক্তি বাড়ানো যে ঘাসফুল শিবিরের ফোকাসে বহুদিন ধরেই রয়েছে, তা আগেই স্পষ্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রেক্ষাপটে হিমন্ত-গড় অসমের বুকে ৪০০ জন যোগ দেন তৃণমূলে।

কিছুদিন আগে, অসমের পঞ্চায়েত ভোটে পাঁচ পঞ্চায়েত দখলে রেখে জমি শক্ত করার ইঙ্গিত দেয় ঘাসফুল শিবির। অসমের পঞ্চায়েক ভোটে ওই জয়ের পরই দেখা গেল, অসমের বুকে কলেবর আরও বাড়িয়ে নিচ্ছে তৃণমূল। অসমের তৃণমূল শাখা জানিয়েছে, রবিবার তাদের পার্টিতে মোট যোগদান করেছেন ৪০০ জন। উল্লেখ্য, অসম যে বহুদিন ধরেই তৃণমূলের পাখির চোখ হিসাবে উঠে আসছে, তা স্পষ্ট। অসমের ভূমিকন্যা সুস্মিতা দেব তৃণমূলেপ সাংসদ। তিনি রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের তরফে রয়েছেন। অসমের বুকে সুস্মিতার নেতৃত্বেই শেষবার লোকসভা নির্বাচনে একাধিক প্রার্থী দিয়েছিল তৃণমূল। তবে সেইবারেরর ভোটে অসমে সেভাবে সাফল্য পায়নি তৃণমূল। তবে লোকসভার পর অসমের পঞ্চায়েত ভোটে তৃণমূলের পাঁচ আসন জয়, বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে অসমের রাজনৈতিক আঙিনায়। বিজেপি শাসিত অসমের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে ২৮ জনকে ও অঞ্চল পঞ্চায়েতে ৪৪ জনকে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁদের মধ্যে থেকেই ৫ জনের জয় হয়।

এদিকে, অসমের পঞ্চায়েত ভোটে এই ৫ আসন দখলের পর কার্যত রণহুঙ্কারের সুর শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক, সেই ঘটনার পর অসম তৃণমূলকে শুভেচ্ছা জানান। তাঁর বার্তায় তিনি জানান, হিমন্ত-গড়ে ধীরে ধীরে মাটি শক্ত করছে ঘাসফুল। এরপর রবিবারের বিপুল যোগদানের ঘটনা পদ্ম-ভূমে ধীরে ধীরে তার শক্তি আহরণের লক্ষ্যে তৃণমূলের আরও এক ধাপ এগিয়ে যাওয়াকেই আরও প্রকট করছে কি, উত্তর তোলা রয়েছে সময়ের হাতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *