‘বিধর্মী নেতা’রা মুর্শিদাবাদে গন্ডগোল পাকাচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মুর্শিদাবাদ সফরের প্রথম দিয়ে বহরমপুর পৌঁছেই নাম না করে গন্ডগোলের জন্য ‘বিধর্মী’ নেতাদের দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বহরমপুরে জেলা শাসকের দফতরে বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা দাঙ্গা করে তাদের আমি দুষ্কৃতী মনে করি। আমার কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রীষ্টান সব এক।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এই জেলায় আমি দেখছি বহিরাহত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে… আমি কোনও সম্প্রদায়কে এজন্য দোষ দেব না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছে যারা পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ বলে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয়। এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এরা বাংলার শত্রুদের। সবাই আমার মিত্র, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না।’

মমতা দাবি করেন, ‘মাত্র ২টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে। সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কী করে করিয়েছেন, কী ভাবে করিয়েছেন আমি একটা দিন ধরে অনেক ক্রস চেক করিয়েছি। দুটো তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা না কি বিরাট বিরাট ধর্ম নেতা। মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলেন। আর আর্থিক উৎস বিজেপির নেতারাই বলে দেবেন।’

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘আমি পরিষ্কার বলছি, এই টোটাল সত্য তথ্য, আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে সংবাদমাধ্যমের সামনে আসবে। কারা করেছে, কী ভাবে করেছে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *