বিধানসভায় প্রবেশের অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু

Spread the love

তাঁর জন্য বরাদ্দ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওদিকে রাজ্যের তরফে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ায় কার্যত নিরাপত্তা ছাড়াই বিধানসভা চত্বরে ঘুরতে হয় শুভেন্দুবাবুকে। এতে নিরাপত্তার অভাবের কথা জানিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে বিজেপিতে যোগদানের পর শুভেন্দুবাবুর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য। এর পর থেকে শুভেন্দুবাবুকে Z শ্রেণির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার। ২০২১ সালের মে মাসে নন্দীগ্রামের বিধায়ক নির্বাচিত হন শুভেন্দুবাবু। কিন্তু তাঁর কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর বিধানসভা চত্বরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত প্রায় ৪ বছর ধরে এই ব্যবস্থাই চলে আসছে। শুভেন্দুবাবু বিধানসভায় প্রবেশ করলে বাইরে অপেক্ষা করেন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা। এবার তাঁদের বিধানসভা চত্বরে ঢোকার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দুবাবু। বিচারপতি অমৃতা সিংহর এজলাসে মামলাটি দায়ের হয়েছে। মামলাটি গ্রহণ করেছেন বিচারপতি।

বুধবার মামলাটির শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ প্রশ্ন করেন, বিধানসভা চত্বরে কী কারণে নিরাপত্তা প্রয়োজন? বিধানসভা চত্বরে কি মামলাকারীর ওপর হামলার কোনও সম্ভাবনা রয়েছে? কেন তিনি বিধানসভার ভিতরে কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন তা পরবর্তী শুনানিতে জানাতে হবে শুভেন্দুবাবুকে।

আইনজ্ঞদের মতে, বর্ষাকালীন অধিবেশনের পর চলতি বিধানসভার আর ১টি মাত্র অধিবেশন বাকি রয়েছে। হাতে গোনা আর কয়েকটা দিন বিধানসভার অধিবেশন বসবে। বিধানসভার অন্দরে ও বিধানসভা চত্বরের নিরাপত্তাবাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণের স্পিকারের নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে। সেখানে হস্তক্ষেপ করতে চাইবে না আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *