বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন শ্রাবন্তী?

Spread the love

তৃণমূলের শহীদ দিবসের আগে কানাঘুষোয় শোনা যাচ্ছিল বিজেপে থেকে অনেকেই তৃণমূলে যোগ দিতে পারেন। তারপরই ২১-এর মঞ্চে নজর কাড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সামনেই ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তাই অনেকেই আন্দাজ করছেন এবার হয় তো নায়িকাকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াতে দেখা যাবে। যদিও শহীদ দিবসে মঞ্চ থেকে এমন কোনও আভাস মেলেনি। তবে এ সম্ভাবনা কি থাকছে? তা নিয়েই এবার মুখ খুললেন নায়িকা।

TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা কথা বলেছেন। বেহালা পশ্চিমের জন্য প্রার্থী হিসেবে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চান, সেক্ষেত্রে শ্রাবন্তী কী ভোটে দাঁড়াবেন? এই প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘সেটা আমি বলতে পারব না। তবে সেই সময় আমি দলের সঙ্গে সবটা নিয়ে আলোচনা করব। জানাব যে রাজনীতির বিষয় আমার কিন্তু কোনও ধারনা সে ভাবে নেই। যদি কোনও দিনও সুযোগ আসে, বা আমাকে যোগ্য বলে মনে করা হয় সেক্ষেত্রে আমি আগে পুরো বিষয়টা বুঝব, নিজেকে রাজনীতির বিষয়ে স্বাবলম্বী করে তারপরই কিন্তু আমি এগোব। নাহলে আমি এগোব না।’

এরপরই নায়িকা বিজেপির হয়ে তাঁর ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতার কথা জানান। পাশাপাশি নায়িকা জানান যে কেবল হেরে গিয়েছেন বলে তিনি বিজেপি ছেড়ে দেননি। বড় অভিজ্ঞতা খুব একটা ভালো না থাকার কারণেই ছাড়া। শ্রাবন্তীর কথায়, ‘আগে আমি হুট করে যেটা করেছিলাম এবার সেটা করব না। আমি ভেবে ছিলাম আমি জিতব। ইচ্ছে ছিল যে বেহালা পশ্চিম আমার বাড়ি, আমিও ওখানেই ভোট দিই। সেই সবটা মিলিয়ে আমি খুব উত্তেজিত ছিলাম। কিন্তু জনসাধারণ যেটা ভেবেছেন তাই করেছেন, তা নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। অনেকেই যাঁরা আমাকে ভোট দিয়েছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, শ্রাবন্তী ছাড়াও এবার বিজেপি থেকে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র, সোহেল দত্তরা।

কাজের সূত্রে, শ্রাবন্তীকে শেষ সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’তে দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। এরপর চলতি বছরের পুজোয় নায়িকার বহুল প্রতীক্ষিত ছবি দেবী চৌধুরাণী আসছে। সেখানে নাম ভূমিকায় নজর কাড়তে চলেছেন নায়িকা। এই ছবিতে ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *