বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ‘তারে জামিন পর’

Spread the love

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘তারে জামিন পর’ ছবির সিক্যুয়েল ‘সিতারে জামিন পর’ মুক্তি পেতে চলেছে আগামী ২০ জুন। আমির খান প্রযোজিত এবং অভিনীত এই সিনেমাটি মুক্তির আগেই বেশ কিছু বিতর্কে জড়িয়ে পড়েছে, তাই এবার দর্শকদের হলমুখী করার জন্য নতুন পন্থা অবলম্বন করলেন মিস্টার পারফেকশনিস্ট।

‘সিতারে জমিন পর’ ছবিটির ট্রেলার মুক্তির পরেই অনেকে দাবী করেছিলেন এই ছবিটি হলিউড সিনেমা ‘চ্যাম্পিয়ন’ সিনেমার একেবারে জেরক্স কপি। অনেকে ছবিটি বয়কট করার দাবিও জানিয়েছিলেন। সেই বিতর্ক খানিকটা কমতে না কমতেই ছবিটি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে না, এই কথা শুনে আবার তৈরি হয় বিতর্ক।

বড় পর্দা ছাড়া শুধুমাত্র ইউটিউবে ‘সিতারে জমিন পর’ ছবিটি মুক্তি পাবে, তাও নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই ছবিটি দেখতে পাবেন সাধারণ মানুষ। এমন কথা শুনে আমির খানের ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন দর্শকরা। তাই এবার ক্ষুব্ধ দর্শকদের শান্ত করার জন্য অন্য পন্থা অবলম্বন করলেন আমির। কী করলেন তিনি?

সম্প্রতি ‘সিতারে জমিন পর’ ছবির প্রচারে এসে আমির জানান, দর্শকরা বিনামূল্যে দেখতে পাবেন তারে জামিন পর ছবিটি। তবে কোনও ডিজিটাল প্লাটফর্মে নয়, এই সিনেমাটি আমির খানের নিজস্ব ইউটিউব চ্যানেল আমির খান টকিজে একেবারে বিনামূল্যে দেখতে পাবেন দর্শকরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ব্যবস্থা হয়ে যাবে বলে জানিয়েছেন অভিনেতা।

তবে দর্শকদের মন রাখার জন্য আমির যাই করুন না কেন, এই গোটা ব্যাপারটাই যে আমির খানের ব্যবসায়িক চাল, তা বেশ ভালই বুঝতে পারছেন দর্শকরা আর তাই আমিরের নিন্দায় মুখর হওয়ার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করছেন না নিন্দুকরা। আমিরের এই নতুন পন্থা আসন্ন ছবির বক্স অফিস সাফল্যের ক্ষেত্রে কতটা উপযোগী হল তা একমাত্র সময় বলতে পারবে।

প্রসঙ্গত, ‘সিতারে জমিন পর’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করবেন জেনেলিয়া ডিসুজা। বহু বছর পর আবার বড় পর্দায় দেখা যাবে দর্শিল সাফারিকেও। এছাড়াও ছবিতে অভিনয় করবেন ১০জন নবাগত অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *