বিবাহবার্ষিকীতে স্ত্রীকে জড়িয়ে আদুরে পোস্ট ববির

Spread the love

একজন তারকা সন্তান হওয়া সত্ত্বেও ববি দেওলের কেরিয়ার বহুবার উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে। মাঝে বেশ কয়েক বছর সিনেমা জগত থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে আশ্রম সিরিজ ও অ্যানিম্যাল সিনেমায় দুরন্ত অভিনয়ের মাধ্যমে আবার নিজেকে প্রমাণ করলেন ববি। তবে এই কঠিন সময়ে যে মানুষটি সব সময় ববির পাশে ছিলেন, তিনি হলেন তানিয়া।

১৯৯৬ সালের ৩০ মে তানিয়াকে বিয়ে করেছিলেন ববি। স্বামীর প্রত্যেকটি কঠিন সময়ে তাঁকে সঙ্গ দিয়েছিলেন তানিয়া। বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনে তাই স্ত্রীকে জড়িয়ে ধরে একটি আদুরে পোস্ট করলেন ববি। ছেলের বিয়ের ছবি পোস্ট করে ধর্মেন্দ্রও জানালেন শুভেচ্ছাবার্তা।

ইন্সটাগ্রাম স্টোরিতে একটি অদেখা ছবি পোস্ট করে ববি লেখেন, ‘শুভ বিবাহ বার্ষিকী।’ ছবিতে স্ত্রীকে ট্যাগ করেন তিনি। ছবিতে ববি এবং তানিয়া দুজনকেই সাদা পোশাকে কোনও অনুষ্ঠানে পার্টিসিপেট করতে দেখা যায়। তানিয়া যে ববির জীবনে ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছেন, সে কথা বারবার বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন ববি।

ববির পাশাপাশি প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ববি এবং তানিয়ার বিয়ের ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার প্রিয় বাচ্চারা। জীবনে সবকিছু সেরা হোক এই কামনাই করি। এই বিশেষ দিনটি উপভোগ কর।’ ধর্মেন্দ্রর পোস্টে কমেন্ট করে ববি লেখেন, ‘ভালবাসি বাবা।’ (হার্ট ইমোজি)।

প্রসঙ্গত, ববি এবং তানিয়ার প্রেম শুরু হয় কিছুটা বলিউড স্টাইলে। একটি ক্যাফেতে তানিয়াকে দেখিয়ে ববির ভালো লেগে যায়। বেশ কয়েকদিন তানিয়াকে ফলোও করেন ববি। প্রথমে তানিয়া ববিকে অস্বীকার করলেও পরে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং পরে তা পরিণত হয় প্রেমে।

১৯৯৬ সালে প্রায় ১০ হাজার অতিথিদের উপস্থিতিতে জাঁকজমক ভাবে বিয়ে সম্পন্ন হয় ববি এবং তানিয়ার। ২০০২ সালে প্রথম সন্তান এবং ২০০৪ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই দম্পতি। আপাতত যশ রাজ ফিল্মসের ‘আলফা’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে ববিকে। ছবিটি আগামী বড়দিনে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *