বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক সুমনের

Spread the love

৫ বছরের প্রেমের সম্পর্ক সুমন ও কমলের।৩৬৫ দিনে ৩০০ দিন ঝগড়া হওয়ার পরও একে অপরকে ছাড়া থাকতে পারেন না তারা।সুমন অধিকারী একজন নামকরা মেকাপ আর্টিস্ট। তাঁর সাথেই থাকেন তাঁর প্রেমিক কমল।তারা দুজন দুজনকে চোখে হারায়।সমাজকে তোয়াক্কা না করে তারা একসাথে থাকেন।জানা যায়,কমল মন্ডল বিবাহিত। তাঁর এক সন্তানও রয়েছে।বিবাহিত হয়েও তিনি সুমনের সাথে সম্পর্ক রেখেছেন। আর সেই সম্পর্ককে মেনে নিয়েছিলেন তাঁর স্ত্রী। সুমন জানান,প্রথম তাদের আলাপ হয় এক পাবে,যেখানে কমল বাউন্সারের কাজ করতেন।Love at first sight প্রথম হয় সুমনের।এরপরই কমলকে প্রপোজ করেন সুমন।প্রপোজাল পেয়ে কমল জানান তিনি বিবাহিত। প্রথমে বিবাহিত শুনে সুমনের খুব খারাপ লাগে।কমল বলেন,তিনি বিবাহিত হলেও সুমনের সাথে সম্পর্ক রাখতে পারেন,যদি সুমনের কোনও আপত্তি না থাকে।এরপর সুমন কিছু দিন ভেবে কমলের সেই প্রস্তাবে রাজি হয়।সুমনের আগে কিছু সম্পর্ক ছিল,যারা সুমনকে ছেড়ে বেরিয়ে যায় স্বীকৃতি দেওয়ার ভয়ে।কিন্তু সুমন কমলের সঙ্গে মিশে দেখেন তাঁর মনটা সবার থেকে আলাদা।যার কারণেই কমল বিবাহিত হলেও তাঁকে তাঁর প্রেমিক হিসেবে মানতে খুব একটা অসুবিধা হয়নি।

আজ কমল ও সুমনের সম্পর্ক বাড়ির লোকও মেনে নিয়েছে। সঙ্গে কমলের স্ত্রী প্রথম থেকেই মেনেছে।তারা এখন একে অপরের পরিপূরক।তিনজন তিনজনকে নিয়ে খুব সুখে রয়েছেন।সুমন জানান,তারা এইভাবে একসাথে বাকি জীবনটা কাটাতে চান।সমাজ কে কি বলছে তাতে কান না দিয়ে তারা এগিয়ে যেতে চায়।কমল বলেন,তিনি সুমনকে খুব ভালোবাসেন,সুমনের সাথে রাগারাগি হলে তারা কথা বন্ধ করে না কারণ সুমনকে ছাড়া এক মুহুর্ত থাকতে পারেন না কমল।তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা দীর্ঘজীবি হোক এই কামনাই রইল।

https://www.facebook.com/share/v/1EWQuM7g3d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *