সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হিনা বায়াত। ভিডিও বার্তায় তিনি পাকিস্তানের করাচি বিমানবন্দরে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব থাকায় দুর্বল প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) হিনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন।ভিডিওতে তিনি বলেন,
আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটি পাকিস্তানের করাচির একটি সুপরিচিত বিমানবন্দর। এখানের সুব্যবস্থাপনার কথা অনেক শুনেছি। কিন্তু আজ আমি নিজের চোখে দুর্বল ব্যবস্থাপনা দেখে অনেক হতাশ হয়েছি। কারণ আমি ছাড়াও বিমানবন্দরের অসংখ্য যাত্রী রয়েছেন যাদের কাউকেই ফ্লাইট পিছিয়ে দেয়া বিষয়ে অবগত করা হয়নি।

হিনা আরও বলেন,বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর যাত্রীরা জানছেন এখানকার ১টার ফ্লাইট পিছিয়ে ৭টা করা হয়েছে। যাত্রীদের সঙ্গে তাদের পরিবার রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেরা ভুল করার পরও তাদের ভুল স্বীকার করছে না। এটা আমি আশা করিনি।