কৌতুক অভিনেত্রী ভারতী সিং, যাকে সম্প্রতি দেখা গিয়েছে লাফটার শেফস: আনলিমিটেড এন্টারেনমেন্ট – এর সেটের বাইরে। তবে সাংবাদিকদের মুখোমুখি হলেও অন্যদিনের মতো একেবারেই হাসি খুশি দেখতে লাগছিল না ভারতীকে। খুব স্পষ্টতই তাঁকে কিছু নিয়ে চিন্তিত লাগছিল, জিজ্ঞাসা করায় তিনি তুলে ধরেন আমেদাবাদের বিমান দুর্ঘটনার কথা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভারতী ছবি শিকারীদের বলছেন, ‘একেবারেই মেজাজ ভালো নেই। সত্যি বলতে গতকাল যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আমার বিমানে চড়তে ভয় লাগে, এই ঘটনার পর সেই ভয় যেন আরও বেড়ে গেল।’
ভারতী আরও বলেন, ‘গতকাল পডকাস্ট অনুষ্ঠানের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আজও মন মেজাজ ভালো নেই। কিন্তু কাজের জন্য জোর করে আসতে হয়েছে। এই দিন ছবি তুলতেও মানা করেন ভারতী। খুব নম্রভাবে ছবি তুলতে প্রত্যাখ্যান করে তিনি বলেন, আজ নয়, আজ সত্যি বলতে পোজ দেওয়ার মুডে নেই আমি।’

ভারতী সিং ছাড়াও এই দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমবেদনা জানিয়েছেন শাহরুখ খান, বিরাট কোহলি, প্রিয়াঙ্কা চোপড়া, সলমন খান, রোহিত শর্মা, আলিয়া ভাট, আল্লু অর্জুন, সামান্থা রুথ প্রভু, করণ জোহর, অনুপম খের, থালাপতি বিজয়, রশ্মিকা মান্দান্না, অক্ষয় কুমার, সোনু সুদ, রিতেশ দেশমুখ, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, ইব্রাহিম আলি খান এবং আরও অনেকে।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ১২ জুন ২০২৫ তারিখে আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় প্রত্যেকের।