বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! নিহত ৯

Spread the love

বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হল মৃত্যুমিছিলে। ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। শুক্রবার সকালে এই ঘটনা পুরুল্যার বলরামপুরের নামশোল এলাকার। ১৮ নম্বর জাতীয় সড়কে একটি বলেরো গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বোলেরোর ৯ আরোহীরই।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে বিয়েবাড়ি থেকে বলেরো গাড়ি করে বাড়ি ফিরছিলেন ওই ৯ জন। ১৮ নম্বর জাতীয় সড়ক ধরে বলরামপুরের দিয়ে যাচ্ছিল বলেরো গাড়িটি। তখন পুরুল্যার দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এড়াতে ট্রাকটি জোরে বাঁক নেওয়ায় সেটি রাস্তার পাশে উলটে যায়। তবুও এড়ানো যায়নি বিপদ। ট্রাকের ডান দিকে সজোরে ধাক্কা মারে বলেরোটি। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ এসে বলেরোর আরোহীদের উদ্ধার করে বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে বলেরোর ৯ জন আরোহীকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রাতভর বৃষ্টির জেরে রাস্তা কিছুটা পিছলে ছিল। তাছাড়া ঘটনার সময় সেখানে প্রবল বর্ষণ হচ্ছিল। যার ফলে দৃশ্যমানতাও ছিল বেশ কম। তাছাড়া চালক ঘুমিয়ে পড়াতেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

নিহতদের নাম পরিচয় জেনে ঝাড়খণ্ড পুলিশের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুরুল্যা জেলা পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুল্যা দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *