বিয়ের প্রতিশ্রুতিতে প্রতিবন্ধী মহিলাকে লাগাতার ধর্ষণ

Spread the love

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ। প্রেমের ফাঁদে জড়িয়ে হাজার হাজার টাকা হস্তগত করার অভিযোগ। শেষপর্যন্ত মহিলাকে বিয়ে করতে অস্বীকার! বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন ওই নির্যাতিতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা শারীরিকভাবে প্রতিবন্ধী। বাড়ি বনগাঁ থানার নকফুল এলাকায়। বছর দু’য়েক আগে ওই মহিলার সঙ্গে মোবাইলে পরিচয় হয় বাগদা থানার হরিনাথপুর গ্রামের বাসিন্দা বিষ্ণু দাস ওরফে বিশুর সঙ্গে। ফোনেই কথাবার্তা চলতে থাকে। ধীরে ধীরে আরও বাড়তে থাকে ঘনিষ্ঠতা। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একসময় মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেন ওই যুবক। সেই কথায় বিশ্বাস করেছিলেন ওই মহিলা। এরপর ঘনিষ্ঠতা আরও বাড়তে শুরু করে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই প্রতিবন্ধী মহিলার সঙ্গে একাধিকবার সহবাস করেন ওই যুবক। শুধু তাই নয়, প্রেমের কথায় ভুলিয়ে ওই মহিলার থেকে হাজার হাজার টাকাও নেওয়া হয়। ওই মহিলার অভিযোগ, তাঁর থেকে মোট ৩০ হাজার টাকা নিয়েছেন ওই যুবক।

বেশ কয়েক মাস ধরে বিয়ের জন্য চাপ দিতে থাকেন ওই মহিলা। প্রথম দিকে এড়িয়ে যাচ্ছিলেন ওই যুবক। অভিযোগ, আরও চাপ দিলে ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক। এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *