বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস যশের?

Spread the love

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলির সতীর্থ তথা ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি এক মহিলার সঙ্গে দীর্ঘদিন সহবাস করেছেন। যা নিয়ে সেই মহিলা ইতিমধ্যেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর অনলাইন পোর্টালে নিজের অভিযোগ দায়ের করেছেন। যার ফলে ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে ইন্দিরাপুরম থানার সার্কেল অফিসার। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গাজিয়াবাদ পুলিশ নাকি এই ঘটনায় ২১ জুলাই পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে তদন্ত শেষ করার।

জুনের ১৪ তারিখ সেই মহিলা অভিযোগ করেছিলেন, যদিও তিনি দাবি করেন যে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি পুলিশের তরফে। এরপরই তিনি মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি লেখেন, বিচার পাওয়ার আশায়। নিজের এফআইআরে সেই মহিলা দাবি করেছেন, যে তিনি গত পাঁচ বছর ধরে যশ দয়ালের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সেই রিপোর্টে লেখা হয়েছে, ‘শেষ পাঁচ বছর ধরে ওই ক্রিকেটারের সঙ্গে অভিযোগকারিণীর সম্পর্ক রয়েছে। সেই ব্যক্তি মানসিক এবং শারীরিরিকভাবে তাঁকে ব্যবহার করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। সেই ক্রিকেটার অভিযোগকারিণীকে নিজের পরিবারের সঙ্গেও দেখা করিয়ে দেন এবং স্বামীর মতোই আচরণ করতে তাঁর সঙ্গে, যার ফলে সেই মহিলাও তাঁকে বিশ্বাস করেছিলেন ’।

সেই এফআইআরে আরও ভয়ঙ্কর দাবি করা হয়েছে, যে যশ দয়ালকে যখন সেই নির্যাতিতা প্রশ্ন করেন, তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কি, তখন নাকি তাঁকে আক্রান্ত হতে হয়েছিল। এফআইআরে লেখা হয়, ‘নির্যাতিতা যখন বুঝতে পারেন তাঁর সঙ্গে অন্যায় হচ্ছে তখন তিনি প্রতিবাদ করতেই তাঁকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়। সম্পর্কে থাকার সময় অভিযোগকারিণীর থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ারও অভিযোগ উঠেছে ’।

সেই মহিলা দাবি করেছেন যশ দয়াল তাঁর থেকে অনেক সময়ই টাকা নিয়েছেন, কিন্তু পরে তিনি জানতে পারেন যে সেই ক্রিকেটার অন্যান্য মহিলার সঙ্গেও একইভাবে সম্পর্কে লিপ্ত রয়েছেন। অভিযোগকারিণী দাবি করেছেন, তাঁর কাছে স্ক্রিনশট, চ্যাট রেকর্ড, ভিডিয়ো কলের প্রমাণ রয়েছে যা তিনি পুলিশের কাছে তুলে দেবেন যাতে সত্য ঘটনা সামনে আসে। এফআইআরে অনুরোধ করা হয়েছে যাতে স্বচ্ছ তদন্ত হয় এবং প্রভাবশালী হওয়ায় সেই ক্রিকেটার যাতে কোনও ছাড় না পায়। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি আইপিএল জেতা আরসিবির তারকা ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *