বিরল রেকর্ডে কপিল দেবকে ছুঁলেন জসপ্রীত বুমরাহ

Spread the love

ভারতীয় ক্রিকেট দলেরই শুধু নয়, তিনি যে ক্রিকেট বিশ্বের এই মূহূর্তের সেরা বোলার সেটাই আরও একবার প্রমাণ করে দিয়েছেন এই স্পিডস্টার। বারবার ভারতীয় ফিল্ডাররা ক্যাচ মিস করলেও নিজের সেরাটা দিয়ে বুমরাহ আরও একবার টিম ইন্ডিয়াকে খেলায় রেখেছেন, যেমনটা অস্ট্রেলিয়া সিরিজে তিনি ধারাবাহিকভাবে করে গেছেন। তবে বাস্তব দিক যদি দেখা যায়, তাহলে ইতিমধ্যেই প্রায় ২৫ ওভার বোলিং করা বুমরাহর পক্ষে দ্বিতীয় ইনিংসে এসে দীর্ঘ স্পেল করা সম্ভব নয়। তাই বাকি বোলারদেরও শুরু থেকেই নিজেদের সেরাটা দিতে হবে, নাহলে পরের টেস্টে বুমরাহর খেলা নিয়ে সংশয় তৈরি হতে চলেছে ওয়ার্কলোডের কারণে।

বুমরাহ-র ম্যাজিকাল স্পেলের সৌজন্যেই প্রথম ইনিংসে ৬ রানের লিড পেয়েছে ভারতীয় দল। জ্যাক ক্রলি, বেন ডাকেট, জো রুটের পর ক্রিস ওকস এবং জোশ টং-র উইকেটটি নেন এই পেসার। আর এই পথেই বুমরাহ নিয়ে ফেলেছেন নিজের টেস্ট কেরিয়ারের ১৪তম ফাইফার, একইসঙ্গে ছুঁয়ে ফেলেছেন বিরল রেকর্ডে কপিল দেবকেও।

যখনই শুভমন গিলের দরকার পড়ছিল, বুমরাহকে বোলিংয়ে আনছিলেন তিনি। আর ততবারই প্রায় নিজের স্পেলে ইংল্যান্ডের ব্যাটারদের দিশেহারা করে দিচ্ছিলেন এই পেসার। বোঝাই যাচ্ছিল, বর্ডার গাভাসকর ট্রফির মতোই অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজেও ভারতের তুরুপের তাস ওই একজনই। জোশ টং-কে আউট করে টেস্টে নিজের ১৪তম ফাইফার নেওয়ার পর আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান ভারতীয় দলের এই স্পিডস্টার।

অ্যাওয়ে টেস্টে ১২তম ফাইভ উইকেট হল নিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবকে ছুঁয়ে ফেলেছেন জসপ্রীত বুমরাহ। ৩৪টি অ্যাওয়ে টেস্টে বুমরাহর ঝুলিতে এখন ১২টি টেস্ট ফাইফার রয়েছে, আর কপিল দেবের এই রেকর্ড ছিল ৬৬টি টেস্টে। ইশান্ত শর্মা ৯টি, জাহির খান ৮টি এবং ইরফান পাঠানের ৭টি টেস্ট ফাইফার রয়েছে বিদেশের মাটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *