বিরাটের জন্য থাকছে RCB ফ্যানদের চমক

Spread the love

ভারতীয় ক্রিকেট দলের সেরা তারকাদের মধ্যে বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় বিরাট কোহলি। একথা অস্বীকার করার কোনও জায়গাই নেই। কদিন আগেই ভাইরাল হয়েছে এক তথ্য, যেখানে দেখা যাচ্ছে ক্রিকেটারদের অবসর নেওয়ার ইনস্টাগ্রাম পোস্টে সব থেকে বেশি লাইকের নিরিখে কোহলি ছাপিয়ে গেছেন ধোনি, জাদেজাদের। প্রায় ১ কোটি ৮০ লক্ষ ফলোয়ার, বিরাটের টেস্ট অবসরের পোস্টে লাইক করেছেন। যা থেকেই স্পষ্ট হয়ে যায়, বিরাটের ফ্যান ফলোয়িং।

আইপিএল ফিরছে শনিবার থেকে
সেই বিরাট কোহলিই টেস্ট অবসরের পর শনিবার ফিরতে চলেছেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগে। ভারতীয় দলের সুপারস্টার আরসিবির জার্সিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছেন। এই ম্যাচ জিতলে শুধু তাঁদের প্লে অফই নিশ্চিত হবে না, পাশাপাশি কোয়ালিফায়ারের দিকেও এক ধাপ এগোবে আরসিবি। আর কেকেআর যদি হেরে যায়, তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরের রাউন্ডের স্বপ্ন এদিনই শেষ হয়ে যাবে। প্রসঙ্গত ৮মে থেকে আইপিএল স্থগিত হয়ে গেছিল ভারত পাকিস্তান অশান্তির আবহে। বিসিসিআইয়ের তরফে পরবর্তীতে জানানো হয়, ১৭মে থেকে ফের লিগ শুরু হবে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির প্রস্তাব গ্রহণ হওয়ায়।

আরসিবির চমক থাকছে কোহলির জন্য
আর কেকেআর বনাম আরসিবির আইপিএলের ম্যাচেই বিরাটের জন্য থাকছে আরসিবির সমর্থদরে চমক। তাঁরা সিদ্ধান্ত নিয়েছে বলা ভালো আরসিবি ম্যানেজমেন্টও চেয়েছে, যাতে দলের সেরা তারকার টেস্ট অবসরে তাঁকে সম্মান জানায় সমর্থকরা। তাই বিরাট কোহলি সম্মান জানাতেই শনিবারের ম্যাচে বেঙ্গালুরুর সমর্থকরা বিরাটের টেস্ট জার্সি পড়ে মাঠে আসতে চলেছেন।

চিন্নাস্বামীর বাইরে বিক্রি হচ্ছে বিরাটের জার্সি
ইতিমধ্যেই ভাইরাল হয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরের ছবি। যেখানে দেখা যাচ্ছে, বিরাট কোহলির নাম লেখা সাদা জার্সি বিক্রি হচ্ছে ভারতীয় টেস্ট দলের। পিছনে রয়েছে কোহলির জার্সি নম্বর ১৮। আর সেই জার্সি কিনতে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে। আইপিএলের ইতিহাসে সম্ভবত এই প্রথম এভাবে কোনও ক্রিকেটারকে ভক্তরা সম্মান জানাতে চলেছেন।

বিরাট কোহলি নিজের টেস্ট কেরিয়ার শেষ করেছেন ১২৩টি ম্যাচ খেলে, করেছেন ৯২৩০ রান। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। দেশের জার্সিতে ভারতকে ৬৮ টেস্টে ক্যাপ্টেন্সি করে ৪০ ম্যাচেই জিতেছিলেন বিরাট। প্রথম ভারতীয় এবং এশিয়ান অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে জিতেছেন বিরাট অস্ট্রেলিয়ায় গিয়ে। এছাড়াও ভারতীয় অধিনায়কদের মধ্যে সব থেকে বেশি টেস্ট শতরান কোহলির, রয়েছে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ৫৮৬৪ টেস্ট রানও। দেশের জার্সিতে ভারতকে ৬৮ টেস্টে ক্যাপ্টেন্সি করে ৪০ ম্যাচেই জিতেছিলেন বিরাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *