১৮ বছরে প্রথমবার IPL জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত বিরাট কোহলির ভক্তরা। তার মধ্যেই শাহরুখ খানের ফ্যান পেজ থেকে ভাইরাল হয়েছে বিরাটের স্বয়ংবরের একটি ভিডিয়ো। ২০১৪ সালের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান এই কাজটি করেছিলেন। সেই সময় বিরাট ও অনুষ্কা তাদের ডেটিংয়ের খবর গোপন করতেন। এই ভিডিয়োতে শাহরুখকে অনুষ্কার ছবি দিয়ে বিরাটকে উত্যক্ত করতে দেখা যায়।
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে শাহরুখ খান বিরাট কোহলিকে মঞ্চে ডেকেছেন। মঞ্চে অন্যতম সেরা ও তরুণ ক্রিকেটার, শুধু আইপিএল নয়, বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়ন বিরাট কোহলি(Virat Kohli)। শাহরুখ খান জানালেন, বিরাট যখন মঞ্চে আসবেন, তখন প্রথমবার প্রকাশ্যে আসতে চলেছেন বিরাটের স্বয়ংবর। এই কথা শুনে বিরাট একটু অবাক হয়েছিলেন। এরপর শাহরুখ মেয়েদের স্বয়ংবর বলে ডাকেন। শাহরুখ বিরাটকে জিজ্ঞাসা করেন যে তিনি কেমন মেয়ে পছন্দ করেন? এ প্রসঙ্গে বিরাট বলেন, ‘ঘন চুল আছে’ এমন কেউ। এর পরে শাহরুখ বিরাটকে এমন এক মডেলের ছবি দেখান যার ঘন চুল রয়েছে। বিরাট বলছেন, ‘না, অত চুলের দরকার নেই।
এর পরে শাহরুখ অন্য বিকল্প জানতে চান। এর উত্তরে বিরাট বলেন, ‘বড় চোখ’। এ কথা শুনে শাহরুখ তখন একটি মজার ছবি দেখান যেথানে মেয়েটির চোখ বড় হয়ে রয়েছে। বিরাট তাঁর উদ্দেশ্যে বলে ওঠেন, ‘তুমি একটু পরিণত হও।’ জবাবে শাহরুখ যখন অনেক মজার ছবি দেখান, তখন বিরাট বলেন, ‘স্যার, আপনি আমাকে ছেড়ে দিন, আমি এটা চাই না।’ শাহরুখ বলেন, ‘আমি আমার দিক থেকে একজনকে দেখাই, ও আমার বোনের মতো।’ বলে তিনি অনুষ্কার ছবি বের করে বিরাটকে বলে, এটা তোমার সঙ্গে সম্পর্কিত নয়, আমিও রাখি। বিরাট লজ্জায় লাল হয়ে হেসে বলে, ‘কী করছ তুমি…।’ এর পরে, র্যান্ডম বিরাটকে ছবিটি বেছে নিতে বলে। যখন ছবিটি দেখানো হয়, তখন তিনি অনুষ্কা শর্মা বলে প্রমাণিত হয়। বিরাটের গলায় সেই ছবি পরিয়ে দেন শাহরুখ।

ভিডিওটি ২০১৪ সালের। ২০১৩ সালে ডেটিং শুরু করেন বিরাট ও অনুষ্কা। দুজনে তখন তাদের প্রেমের কথা লুকিয়ে রেখেছিলেন, কিন্তু তাদের প্রেমের কথা তখন দারুণ চর্চার বিষয় ছিল।