বিলবোর্ড হায়দরাবাদে ঘটায় ৪০টি সড়ক দুর্ঘটনা

Spread the love

তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে এখনও নানা কারণে আলোচিত ‘বেদম’ সিনেমা। কারণ ১৫ বছর আগে মুক্তি পাওয়া এ সিনেমার সঙ্গে জড়িয়ে রয়েছে ৪০টি সড়ক দুর্ঘটনা।২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘বেদম’। পরিচালক রাধাকৃষ্ণ জাগারলামুড়ি (কৃষ) পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন, মাঞ্চু মনোজ, আনুশকা শেঠি এবং মনোজ বাজপেয়ীর মতো তারকারা।

সিনেমার গল্প গড়ে ওঠে পাঁচজনকে ঘিরে। এক সন্ত্রাসবাদী হামলার পর একটি হাসপাতালে পাঁচজন সাধারণ মানুষের জীবনের গল্প এক সুঁতায় গাথেন চিত্রনাট্যকার।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে প্রচারণার জন্য নানা জায়গায় সিনেমাটির বিলবোর্ড লাগানো হয়। কিন্তু ব্যস্ত শহর ভারতের হায়দরাবাদে ঘটে অভিনব ঘটনা।

জানা যায়, ওই শহরে বিলবোর্ডে ব্যবহার করা হয় সিনেমাটির নায়িকা আনুশকা শেঠির ছবি। ‘বেদম’ সিনেমায় আনুশকা ধরা দেন এক যৌনকর্মীর চরিত্রে।

যে কারণে দর্শক আনুশকাকে খোলামেলা পোশাকে দেখেন বিলবোর্ডে। শাড়ি পরলেও এমন আকর্ষণীয়ভাবে তার কোমর ও কাঁধ ছবিতে তুলে ধরা হয়েছিল যে, যত ব্যস্ততাই থাকুক, একবার অন্তত দর্শকরা এ সিনেমার বিলবোর্ডের দিকে তাকাবেই।

তবে এ পরিকল্পনাই সমস্যা তৈরি করে হায়দরাবাদের মতো ব্যস্ত শহরে। গাড়ি চালকরা বিলবোর্ডে তাকাতে গিয়ে ড্রাইভিংয়ে অমনোযোগী হয়ে ওঠে। যে কারণে বিলবোর্ড লাগানোর এক সপ্তাহের ব্যবধানে সেখানে ৪০টি সড়ক দুর্ঘটনা ঘটে।এ প্রসঙ্গে পরিচালক কৃষ বলেন, একের পর সড়ক দুর্ঘটনা ঘটতে শুরু করলে পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। যে কারণে শেষমেষ ওই স্থান থেকে আমরা সিনেমাটির বিলবোর্ড সরিয়ে নিই।

প্রসঙ্গত, মুক্তির আগেই সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে দর্শক মহলে তুমুল হইচই ফেলে দেয় ‘বেদম’। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি তেমন ব্যবসা সফল হতে পারেনি। তবে পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং দুইটি নন্দী অ্যাওয়ার্ড জিতে নেয় তেলেগুর আলোচিত সিনেমা ‘বেদম’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *