বিশ্বকাপের আগেই ইংল্যান্ড সফরে যাবেন বিরাট-রোহিত

Spread the love

বিরাট কোহলি এবং রোহিত শর্মা তিনজনই ইংল্যান্ডের শেষবারের জন্য সফর করতে চলেছেন একসঙ্গে। ২০২৭ বিশ্বকাপের আগে ভারতীয় দলের ওডিআই রোডম্যাপ ঠিক করে ফেলল বিসিসিআই। চলতি ইংল্যান্ড-ইন্ডিয়া টেস্ট সিরিজের মধ্যেই আগামী বছরে ইংল্যান্ডের মাটিতে সাদা বলের সিরিজের কথা ঘোষণা করে দিল বিসিসিআই। সেই মতো আগামী বছর সেদেশে ওডিআই সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া।

২০২৬ সালে ইংল্যান্ডে পাঁচটি টি২০ খেলার পাশাপাশি তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলবে ভারত। জুলাইয়ের ১ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে হবে টি২০ ম্যাচগুলো, আর জুলাইয়ের ১৪ থেকে ১৯ তারিখের মধ্যে হবে ওডিআই সিরিজের তিনটি ম্যাচ। ওডিআই ম্যাচ হবে বার্মিংহ্যাম, কার্ডিফ, লণ্ডনে।

এটাই ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দলের শেষ বিদেশ সফর হতে চলেছে। ২০২৭ বিশ্বকাপ হবে দঃ আফ্রিকায়। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দল সেই সিরিজের আঘে মোট ২৪টা ওডিআই ম্যাচ খেলবে, যা শুরু হচ্ছে চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফর দিয়ে।

ভারত-ইংল্যান্ড ২০২৬ সালের সিরিজের সূচি
১ জুলাই – প্রথম টি২০ ডুরহামে

৪ জুলাই – দ্বিতীয় টি২০ ম্যাঞ্চেস্টারে

৭ জুলাই – তৃতীয় টি২০ নটিংহ্যামে

৯ জুলাই – চতুর্থ টি২০ ব্রিস্টলে

১১ জুলাই – পঞ্চম টি২০ সাউদ্যম্পটনে

১৪ জুলাই- প্রথম ওডিআই ম্যাচ বার্মিংহ্যামে

১৬ জুলাই – দ্বিতীয় ওডিআই ম্যাচ কার্ডিফে

১৯ জুলাই – তৃতীয় ওডিআই ম্যাচ লণ্ডনে

দুই ফরম্যাট থেকে বিরাট কোহলি, রোহিত শর্মারা অবসর নিয়ে নেওয়ায় সমর্থকরা অধির আগ্রহে বসে থাকে তাঁদের ম্যাচ দেখার জন্য। তাই আরও তিনটি ম্যাচে বিরাটদের দেখার সুযোগ মেলায় বেশ আনন্দেই রয়েছে মেন ইন ব্লুজ ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *