বুমরাহকে বসিয়ে দেওয়ায় রেগে আগুন স্টেইন

Spread the love

দ্বিতীয় টেস্টে এজবাস্টনে খেলানো হয়নি জসপ্রীত বুমরাহকে। আগেই টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে বুমরাহকে তিনটি টেস্টে খেলানো হবে ইংল্যান্ডে। পূর্বনির্ধারিত সেই সিদ্ধান্ত মেনেই দ্বিতীয় টেস্টে খেলানো হয়নি তাঁকে আর তা দেখেই কার্যত চক্ষু চড়কগাছ দঃ আফ্রিকার তারকা পেসার তথা এক সময়ের টেস্টের এক নম্বর বোলার ডেন স্টেইনের। ভারতীয় দল জসপ্রীত বুমরাহর পরিবর্ত হিসেবে আকাশদীপকে প্রথম একাদশে এনেছে। মোট তিনটি পরিবর্তন তাঁরা করেছেন প্রথম একাদশে।

ডেল স্টেইন মনে করছেন গৌতম গম্ভীর, শুভমন গিলরা যে সিদ্ধান্ত নিয়েছেন বুমরাহকে দ্বিতীয় টেস্টে না খেলানোর সেটা একদমই ভুল। শুধুই ভুলই নয়, বুমরাহকে প্রশংসায় ভরাতে গিয়েই ডেন স্টেইন তাঁর সঙ্গে তুলনা টেনেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যার দলে থাকা এবং না থাকা অনেকটাই পার্থক্য গড়ে দেয়।

প্রোটিয়াদের এক সময়ের দাপুটে এই পেসার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পর্তুগালের হাকে বিশ্বের সেরা স্ট্রাইকার রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল, এটা একরকমের পাগলামি। আমার মনে হয় জসপ্রীত বুমরাহকে না খেলানোর সিদ্ধান্তটাও ভারতের এটকটা…. দাঁড়াও, আমি বুঝতে পারছি না, ঠিক কি হয়েছে। আমি সব গুলিয়ে ফেলছই ’।

মে মাসেই ভারতীয় দল নির্বাচনের সময় অজি আগরকর বলে দিয়েছিলেন, যে বুমরাহকে নিয়ে তাঁরা সাবধানতা অবলম্বন করবেন। কোনওভাবেই তাঁকে অতিরিক্ত চাপ দেওয়া হবে না। যতটা পরিমাণ খেলা তাঁর দ্বারা সম্ভব, ঠিক ততটাই ওয়ার্ডলোড দেওয়া হবে, কারণ সামনে টি২০ বিশ্বকাপও আছে। এরপর গৌতম গম্ভীরের মুখেও সেই একই সুর শোনা গেছিল।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে বুমরাহ পাঁচ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে আর উইকেট পাননি। দ্বিতীয় টেস্টে বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েই টসের সময় নিজেদের অবস্থান স্পষ্ট করে গিল জানান, ‘ওর ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ভালো একটা বিশ্রাম পেয়েছি, এই ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু লর্ডসে তৃতীয় টেস্টে আমাদের মনে হয় ওর জন্য খেলার আরও উপযোগি পিচ পাব, তাই সেখানেই আমরা ওকে ব্যবহার করব ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *