‘বুলেট সরোজিনী’র স্টুডিয়োয় ভয়াবহ অগ্নিকাণ্ড! 

Spread the love

টলিউডে বড়সড় ক্ষতি! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ম্যাকনেল স্টুডিয়োর সিংহ ভাগ। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরের এই স্টুডিয়োতেই স্টার জলসার জনপ্রিয় মেগা ‘বুলেট সরোজিনী’র সেট রয়েছে। বর্তমানে ঠিক কী অবস্থা স্টুডিয়োর। মেগার কাজেই বা তা কতখানি প্রভাব ফেলল?অভিষেক জানান বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আগুন লাগে স্টুডিয়োয়। দাউদাউ করে জ্বলতে থাকে স্টুডিয়োর তিনটি ফ্লোর। নায়কের কথায়, ‘এই ঘটনাটা গতকাল সন্ধ্যার সময় ঘটে। কিন্তু কাল আমার তাড়াতাড়ি প্যাকআপ হয়ে গিয়েছিল। তবে শুধু আমার নয়, পুরো ইউনিটের তাড়াতাড়ি প্যাকআপ হয়ে যায় কাল। তবে আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার সহ বেশ কয়েকজন হেড তখন আমাদের সেটে ছিলেন। কিন্তু আমাদের ফ্লোরে তেমন কিছু হয়নি।’

তবে অভিষেক জানান কেউ আহত হননি। তাঁর মতে, ‘এদিন ওই ফ্লোরগুলিতে সেরকম ভাবে কেউ উপস্থিত ছিলেন না। সাধারণত ফ্লোরে নানা কারণে আগুন লেগেই থাকে তবে তা সেই সময় সামালও দেওয়া যায়। কিন্তু এদিন কেউ সে ভাবে না থাকার কারণে আগুন এই ভয়াবহ রূপ নেয়। তিনিটি ফ্লোরে একসঙ্গে আগুন লাগে। ওখানে সেই সময় যাঁরা ছিলেন, তাঁদের ফোন করলে তাঁরা বলেন, ‘পুরো শেষ হয়ে গিয়েছে, আর কিছু নেই।’ নায়ক জানান এই ঘটনার জেরে শুক্রবার শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। তবে শনিবার থেকে ফের শ্যুটিং চালু হবে।

প্রসঙ্গত, এই স্টুডিয়োতেই আগে জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’-এর শ্যুটিং হত। ধারাবাহিক শেষ হয়েছে তাও বেশ কিছু মাস হয়ে গেল। তবে সেই সেটটি এক প্রকার পরিত্যক্ত অবস্থাতেই থাকত সেটিও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই নাকি শেষ হতে চলেছে ‘বুলেট সরোজিনী’। তবে তার মাঝে এরকম অঘটন ঘটে যায়, ফলে সবটা নিয়ে আতঙ্কে ধারাবাহিকের তারকারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *