বেঙ্গালুরুতে ঘটে যাওয়া ঘটনায় স্তব্ধ সোনু

Spread the love

চলতি বছর আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৮ বছরের ইতিহাসে প্রথম জয়লাভ করে বেঙ্গালুরু। এই জয়ের পরে বেঙ্গালুরুতে একটি বিশাল বড় সংবর্ধনা সভার আয়োজন করেছিল কর্ণাটক সরকার।

গতকাল অর্থাৎ ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে আয়োজিত বিশাল বড় অনুষ্ঠানে বিরাট কোহলি এবং দলের অন্যান্য ক্রিকেটারদের দেখার জন্য ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। অনুষ্ঠান শুরু হতেই দর্শকদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। আচমকা অতিরিক্ত ভিড়ের ঠেলাঠেলিতে আহত হন ৩০ জনের বেশি, নিহত হন কমপক্ষে ১১ জন।

আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অনুষ্কা শর্মা থেকে শুরু করে একাধিক বলি তারকা। এবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি নোট লিখলেন দক্ষিণ এই অভিনেতা সোনু সুদ। X হ্যান্ডেলে সোনু লেখেন, ‘বেঙ্গালুরুতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমি মর্মাহত। কোনও উদযাপনই জীবনের থেকে বড় হতে পারে না। নিহত এবং আহতদের পরিবারের জন্য প্রার্থনা জানাই।’

সোনু সুদের পাশাপাশি আর এক দক্ষিণী অভিনেতা আর মাধবন গোটা ব্যাপারটি নিয়ে শোক প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আহত এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। দয়া করে দায়িত্বশীল হন এবং নিরাপদে থাকুন। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখুন।’

অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান এই দুর্ভাগ্যজনক ঘটনায় দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘বেঙ্গালুরুতে হৃদয় বিদারক দুর্ঘটনার জন্য ভীষণভাবে মর্মাহত। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন এই কামনাই করি। নিহতদের পরিবারের জন্য সমবেদনা।’

বলি অভিনেতা বিবেক X হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করে লেখেন, ‘বেঙ্গালুরুতে পদদলিত হয়ে মর্মান্তিকভাবে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছি। প্রিয়জনদের হারানো সত্যি দুর্ভাগ্যজনক, বিশেষ করে একটি আনন্দের মুহূর্তে যোগ দিতে গিয়ে এমন ঘটনা মেনে নেওয়া যায় না।’

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে ঘটে যাওয়া ঘটনায় একাধিক রাজনৈতিক মতভেদ তৈরি হয়েছে। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে সরকার। শুধু তাই নয়, গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *