বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় কুম্ভকে টানলেন সিদ্দারামাইয়া

Spread the love

কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকার্ত। এই দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে এই ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার একটি বিবৃতি নতুন বিতর্ক তৈরি করেছে। বেঙ্গালুরুতে আরসিবি সমর্থকরা পদপিষ্ট হওয়া প্রসঙ্গে সিদ্দারামাইয়া কুম্ভ মেলার তুলনা টানেন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন আহত হয়েছেন। এটা ট্র্যাজেডি হওয়া উচিত ছিল না। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হচ্ছে। আমি এই ঘটনাকে ডিফেন্ড করতে চাই না। আমাদের সরকার এটা নিয়ে রাজনীতি করবে না। আমি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি এবং ১৫ দিন সময় দিয়েছি। লোকজন স্টেডিয়ামের গেটও ভেঙে ফেলে। সেখানে পদপিষ্ট হয়। এত মানুষের সমাগম কেউ আশা করেনি। স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ৩৫ হাজার হলেও ২-৩ লাখ মানুষ এসেছিলেন।’ 

এরপর কুম্ভের তুলনা টেনে সিদ্দারামাইয়া বলেন, ‘এই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটেছে। এখন এই ঘটনা এখানে ঘটেছে বলে আমি বিষয়টির যৌক্তিকতা তুলে ধরছি না। তবে কুম্ভমেলায় ৫০-৬০ জন মারা গিয়েছিলেন। আমি সেই ঘটনার সমালোচনা করিনি। কংগ্রেস যদি সমালোচনা করে, সেটা আলাদা বিষয়। আমি বা কর্ণাটক সরকার কি সমালোচনা করেছিল?’

সিদ্দারামাইয়া বলেন, ‘বেঙ্গালুরুতে যে ঘটনা ঘটেছে, তা বিরাট কোহলি, রজত পতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের আনন্দকে বেদনায় পরিণত করেছে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের অধিকাংশেরই বয়স বেশি নয়। মৃতদের পরিবারপিছু ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। কিন্তু এরকম যে পরিস্থিতি তৈরি হতে পারে, তা কল্পনাও করা যায়নি। কারণ কেউ ভাবতেই পারেননি যে এত মানুষ আসতে পারেন।’ 

এদিকে যে বিপর্যয় ঘটেছে, সেটাকে আড়াল করার চেষ্টা করছেন না বলে দাবি করেও ঘটনার দায়ভার কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘাড়ে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন সিদ্দারামাইয়া। তিনি বলেছেন, ‘কর্ণাটক সরকারের দায়িত্ব ছিল নিাপত্তা প্রদান করা। বাকি সবকিছু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সামলাতে হয়।’ সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘পদপিষ্টের ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি। আমি রাজনীতি করতে চাই না।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *