বেতন বৃদ্ধির ঘোষণা আইটি কোম্পানির

Spread the love

অবশেষে কর্মীদের জন্য সুখবর নিয়ে এসেছে জনপ্রিয় তথ্যপ্রযুক্তি কোম্পানি অ্যাকসেঞ্চার। সম্প্রতি সংস্থার তরফে কর্মীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ তথ্যপ্রযুক্তি খাত জুড়ে যখন কর্মসংস্থান ঘিরে উদ্বেগ বেড়েই চলেছে, সেই পরিস্থিতির মধ্যেই কর্মীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করছে এই সংস্থা। তবে, সংস্থাটির একটি নির্দিষ্ট সংখ্যার কর্মীই এই বেতন বৃদ্ধির সুবিধা পেতে চলেছেন।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, অ্যাকসেঞ্চার-এর পক্ষ থেকে অ্যাসোসিয়েট ম্যানেজার (অষ্টম স্তর) এবং এই পদটির থেকেও উচ্চ স্তরের কর্মীদের জন্য বেতন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ, যে সমস্ত কর্মীরা সংস্থার অ্যাসোসিয়েট ম্যানেজারের পদে রয়েছেন তাদের পাশাপাশি এই পদের থেকে উচ্চতর অবস্থানে কর্মরত ব্যক্তিদের বেতন বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি এই কর্মীদের জন্য ৩ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। বেতন বৃদ্ধির পাশাপাশি সংস্থার কয়েক হাজার কর্মীর পদোন্নতি হতে চলেছে বলেও জানা গিয়েছে। বর্তমানে অ্যাকসেঞ্চার এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে, চলতি বছরের জুন মাসে এই সংস্থা বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজার কর্মীকে প্রমোশন অফার করার জন্য প্রস্তুত। একটি দীর্ঘ বিরতির পর কোম্পানিটিকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে।অ্যাকসেঞ্চার এই পদক্ষেপগুলির প্রসঙ্গে চলতি সপ্তাহের শুরুতে কর্মীদের জানানো হয়েছিল। অ্যাকসেঞ্চারের জুন মাসের পারফর্ম্যান্স রিভিউ সাইকেলের অংশ হিসাবে এবিষয়ে কর্মীদের জানানো হয়।

ভারত-সহ বিশ্বজুড়ে বিপুল সংখ্যার কর্মী অ্যাকসেঞ্চার-এ কর্মরত। কোম্পানিটির এই সাম্প্রতিক বেতন বৃদ্ধি ও পদোন্নতি সংক্রান্ত পদক্ষেপের কারণে ভারতীয় কর্মীরাও উপকৃত হতে চলেছেন। ব্লুমবার্গের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, ভারতে প্রায় ১৫ হাজারের কাছাকাছি কর্মী প্রমোশন পেতে চলেছেন। স্পষ্টভাবেই ভারতে অ্যাকসেঞ্চারে কর্মরত ব্যক্তিদের জন্য এটি খুব ইতিবাচক হতে চলেছে। অপরদিকে ইউরোপে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় আনুমানিকভাবে ১৫ হাজার কর্মীকে প্রমোশন অফার করতে চলেছে অ্যাকসেঞ্চার। মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ হাজার কর্মীকে প্রমোশন অফার করা হতে চলেছে। কোম্পানিটির এই পদোন্নতির পদক্ষেপের কারণে এটির মোট কর্মী সংখ্যার প্রায় ৬ শতাংশ উপকৃত হতে চলেছেন। বর্তমানে কোম্পানিটির মোট কর্মচারীর সংখ্যা প্রায় ৮০১,০০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *