বেবিবাম্প নিয়ে চর্চা! মুম্বইয়ে এসে সোজা ক্লিনিকে আলিয়া

Spread the love

এখন প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকেই দেখতে পাওয়া যাচ্ছে দুটি সন্তান নিতে। একটি সন্তান থাকায় তাদের জীবনে একাকীত্ব তৈরি হয়, তাই অনেকেই দুটি সন্তানকে আনতে চান পৃথিবীতে। তেমনটাই কি এবার করতে চলেছেন আলিয়া? কান চলচ্চিত্র উৎসবের পর দেশে ফিরেই অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল বান্দ্রার একটি ক্লিনিকে যেতে। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা কল্পনা।

২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলিয়া। ২০২২ সালের নভেম্বর মাসেই রাহার জন্ম দেন তিনি। এখন রাহার আড়াই বছর বয়স। হিসেব মতো দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনতেই পারেন আলিয়া। তাহলে কি সেই প্রস্তুতি চলছে?চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে পোশাকের আড়ালে আলিয়ার স্ফীত পেট দেখে অনেকেই মনে করেছিলেন, অভিনেত্রী হয়তো অন্তঃসত্ত্বা। অনুষ্ঠানে বারবার নিজের পেট আড়াল করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার মুম্বইয়ে বান্দ্রার একটি ক্লিনিকে অভিনেত্রীকে দেখে সেই হিসেবে মেলাতে চাইছেন সকলে।

এইদিন একটি ঢিলেঢালা প্যান্ট এবং একটি ঢিলেঢালা শার্ট, মাথায় টুপি পরে খুব তাড়াহুড়ো করে ক্লিনিক থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে এইটুকুই দেখে যে মানুষ অনুমান করেছেন তা নয়, কিছুদিন আগেই রণবীর এবং আলিয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁরা নাকি পুত্রের নাম বেছে রেখেছেন। হঠাৎ দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য দুজনেই প্রস্তুত। তবে এই ব্যাপারে কিছু জানাননি আলিয়া বা রণবীর কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *