বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য বেলঘরিয়ায়। সেখানে এক রাসায়নিক কারখানায় ২ শ্রমিকের মৃত্যু হয় বিষাক্ত গ্যাস কাণ্ডে। একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতের দিকের এই ঘটনায় বেলঘরিয়ার শালপাতা বাগান এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
জানা যায়, গুরুতর অসুস্থদের স্থানীয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কামারহাটির ওই হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। এদিকে, মৃতদের পরিচয়ও পাওয়া গিয়েছে। মৃতদের নাম রবিন আইচ (৬০) ও সুরজিৎ মাইতি (৫৫)। আর চার পাঁচটা দিনের মতো ওই দিনও বেলঘরিয়ার ওই কেমিক্যাল কারখানায় কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। সেদিনের কাজে কারখানা কর্তৃপক্ষ, কয়েক বছরের পুরনো একটি ড্রামে থাকা কেমিক্যাল নিষ্কাশন করে পরিষ্কার করার নির্দেশ দেয়। সেই কাজ করতে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় বলে খবর।

গোটা ঘটনা নিয়ে পুলিশ কী বলছে? বারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন,’ প্রাথমিকভাবে ভাবে অনুমান করা হচ্ছে, ড্রামে থাকা পুরনো কেমিক্যাল ফেলতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।’ তিনি বলেন,’ বিষাক্ত গ্যাস শ্বাসনালীতে ঢুকে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।’ বিষয়টি নিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন,’ দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে, কারখানাটির প্রয়োজনীয় লাইসেন্স, অনুমতি ছিল কি না তা পুরসভার তরফে খতিয়ে দেখা হবে।’এদিকে, বিষাক্ত গ্যাস কাণ্ডে দুই শ্রমিকের মৃত্যুর খবর আসতেই চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন কারখানার বাকি শ্রমিকরা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত পুলিশ পৌঁছায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয় পুলিশ। পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন।