বোনের নেড়ু মাথায় হাত দিয়ে আদর ছোট্ট ইউভানের

Spread the love

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় ২০২৩ সালে দ্বিতীয় বারের জন্য সন্তান সুখ পান। সেই বছর নভেম্বর মাসে তাঁদের সংসারে আসে তাঁদের মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। মাঝে মধ্যেই এই তারকা জুটি তাঁদের দুই সন্তান, অর্থাৎ ইয়ালিনি এবং ইউভানের নানা ছবি, ভিডিয়ো পোস্ট করে থাকেন। এদিন তেমন ভাবেই দুই ভাই বোনের একটি আদুরে ছবি শেয়ার করতে দেখা গেল রাজ চক্রবর্তীকে।

কী ঘটেছে?

রাজ চক্রবর্তী এদিন যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে ইয়ালিনির মাথা ন্যাড়া। সে কিছুর একটা দিকে তাকিয়ে আছে। অন্যদিকে ইউভান বোনের নেডু মাথায় হাত রেখে আদর করে দিচ্ছে। অনেকের বাড়িতেই নিয়ম থাকে ১৮ মাস অর্থাৎ জন্মের দেড় বছর পর শিশুকে ন্যাড়া করানোর, সেই জন্যই বা অন্য কোনও কারণে ইয়ালিনির চুল কাটা হয়েছে কিনা সেটা যদিও স্পষ্ট নয়।

এদিন দুই খুদের এই ছবিটি শেয়ার করে রাজ চক্রবর্তী লেখেন, ‘যা নেই নেই।’ সঙ্গে ট্যাগ করেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। এই ছবিতে অনেকেই মন্তব্য করেছেন। সন্ধ্যাতারা ধারাবাহিকের নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ওরে বাবা রে।’ বরখা সেনগুপ্ত লেখেন, ‘এটা কী মিষ্টি!’ মনামী ঘোষও মন্তব্য করেছেন রাজের এই পোস্টে।

রাজ শুভশ্রীর এক অনুরাগীরা ইয়ালিনির এই নতুন লুকে দারুণ মুগ্ধ হন। তিনি লেখেন, ‘এমনটা চট করে দেখা যায় না যে কাউকে ন্যাড়া মাথাতেও এত মিষ্টি দেখতে পারে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘এটা একদম অন্যায় হয়েছে ঠিক করনি তোমরা, কি সুন্দর চুলগুলো কেটে দিলে তোমরা, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

প্রসঙ্গত ২০১৮ সালের ৬ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০১৭ সালে তাঁরা গোপনে বাগদান সেরেছেন বলেই জানা যায়। ২০২০ সালে তাঁদের সংসার বড় হয়। জন্ম হয় তাঁদের ছেলে ইউভানের। এর ৩ বছরের মাথায় ভূমিষ্ঠ হয় তাঁদের মেয়ে ইয়ালিনি। বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ড্যান্স বাংলা ড্যান্স সহ একাধিক সিনেমার প্রজেক্টে ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *