বোর্ডের পরীক্ষায় ‘ফেল’ সন্তানের জন্য পার্টি বাবা-মায়ের

Spread the love

সদ্য বহু রাজ্যে প্রকাশিত হচ্ছে বোর্ডের পরীক্ষার নম্বর। এদিকে, কর্ণাটকে সদ্য দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার নম্বর প্রকাশ পেয়েছে। সেই পরীক্ষায় অকৃতকার্য এক পড়ুয়ার বাড়িতে হয়ে গেল ধুমধাম করে পার্টি। পার্টি দিলেন পরীক্ষার্থীর বাবা-মাই! কেন জানেন?

পরীক্ষায় খারাপ নম্বর মানেই বাড়িতে তুমুল বকা-ঝকার ভয়! পরীক্ষায় নম্বর খারাপ হতেই পরীক্ষার্থীকে বাবা, মায়ের বকুনি বহু বাড়িতেই দেখা যায়। তবে এবার কর্ণাটকে ছবিটা একটু অন্যরকম দেখা গেল। দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় এক পরীক্ষার্থী ফেল করা সত্ত্বেও তাঁর বাবা মা, তাঁর জন্য পার্টির আয়োজন করেছেন। পার্টিতে হয়েছে কেক কাটা। হয়েছে ঢালাও খাওয়া দাওয়া। এখনও ঘটনার কথা বিশ্বাস না হলে, জানিয়ে রাখা যাক জায়গার নাম। কর্ণাটকের বাগালকোট এলাকায় অভিষেক নামের এক পরীক্ষার্থী সদ্য অকৃতকার্য হন বোর্ডের পরীক্ষায়। ৬২৫ নম্বরের পরীক্ষায় একটি বিষয়ে পাশ করতে পারেননি অভিষেক। তাঁর মোট প্রাপ্ত নম্বর ২০০। পেয়েছেন ৩২ শতাংশ নম্বর। তবে এরপরও তাঁর বাড়িতে হয়েছে পার্টি। অভিষেকার বাড়িতে নাকি বকাঝকা হয়নি এই নম্বর নিয়ে, উল্টে তাঁর বাবা মা দিয়েছেন পার্টি। প্রশ্ন উঠতেই পারে, কেন এমন খারাপ ফলের পরও অভিষেকের বাবা-মা পার্টি দিলেন? জানা যাচ্ছে, ছেলের মনোবল বাড়িয়ে তুলতে, ও যাতে ছেলে মন খারাপ না করে, তা ভেবে এমন পদক্ষেপ নিয়েছেন অভিষেকের বাবা মা।

অভিষেকের বাবা বলেন, অভিষেক আন্তরিকতার সাথে পড়াশোনা করেছেন এবং পরীক্ষাগুলো গুরুত্বের সাথে নিয়েছেন, যদিও ফলাফলে তার প্রচেষ্টার প্রতিফলন ঘটেনি। পরিবার আরও জানিয়েছে, এই উদযাপন তাকে তার হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। অভিষেক নিজে বলছেন,’ পরের প্রচেষ্টায় আমি সব বিষয় পাশ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *