ব্যাট ফেলে কবাডি খেলার ঢংয়ে হাস্যকারভাবে উইকেট খোয়ালেন বোল্ট

Spread the love

শনিবার মেজর লিগ ক্রিকেটে অত্যন্ত হাস্যকরভাবে রান-আউট হলেন এমআই নিউ ইয়র্কের হয়ে মাঠে নামা ট্রেন্ট বোল্ট। কিউয়ি তারকার উদ্ভট রান-আউট ছাড়াও এমআই ইনিংসে আরও ২টি রান-আউট চোখে পড়ে। তবে একটি ক্ষেত্রে কায়রন পোলার্ড ইচ্ছা করে আউট হয়েছেন বলে মনে হওয়াই স্বাভাবিক।

শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে নামে ফ্যাফ ডু’প্লেসির নেতৃত্বাধীন টেক্সাস সুপার কিংস ও নিকোলাস পুরানের এমআই নিউ ইয়র্ক। অত্যন্ত উত্তেজক ম্যাচে এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে টানটান জয় ছিনিয়ে নেয় টেক্সাস সুপার কিংস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৫ রান সংগ্রহ করে।

পালটা ব্যাট করতে নেমে এমআই নিউ ইয়র্ক একসময় জয়ের সম্ভাবনা তৈরি করে ফেলে। তারা ১৬.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলে ফেলে। অর্থাৎ, জিততে শেষ ২০ বলে ২৭ রান দরকার ছিল এমআইয়ের। হাতে ছিল ৬টি উইকেট।

পোলার্ড কোনও দিকে না তাকিয়ে কার্যত হেঁটে হেঁটে নন-স্ট্রাইকার প্রান্তের দিকে এগিয়ে যান। ডারিল মিচেল বিষয়টি লক্ষ করেই বল ধরে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে ছুঁড়ে দেন। সরাসরি থ্রোয়ে বল স্টাম্প ভেঙে দেয়। অতি সহজে যেখানে এক রান নেওয়া যেত, সেখানে নিতান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে রান-আউট হন পোলার্ড।

তবে এমন পরিস্থিতিতে ১৬.৫ ও ১৬.৬ ওভারে পরপর রান-আউট হন কায়রন পোলার্ড ও মোনাঙ্ক প্যাটেল। ১৬.৫ ওভারে পোলার্ড ডারিল মিচেলের ফুল লেনথ ডেলিভারিতে ফ্লিক করার চেষ্টা করেন। বল যথাযথ ব্যাটে কানেক্ট হয়নি। শর্ট স্কোয়ার লেগ অঞ্চলে বল গড়িয়ে যায়। বল ধরার জন্য দৌড় লাগান বোলার ডারিল মিচেল নিজে।

পরে ইনিংসের ১৮.৩ ওভারে অ্যাডাম মিলনের বলে থার্ডম্যান অঞ্চলে শট খেলে প্রান্ত বদল করেন তাজিন্দর সিং। নন-স্ট্রাইকার ব্যাটার ট্রেন্ট বোল্ট স্ট্রাইকার প্রান্তে পৌঁছনোর পরেই তাঁর হাত থেকে ব্যাট ফসকে যায়। ব্যাট ক্রিজে পড়ে থাকে। তবে বোল্টের মনে হয় যে, ক্রিজে ঢোকার আগেই হয়তো ব্যাটের নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। তাই ২ রান নেওয়ার ইচ্ছা নিয়ে ঘুরে দাঁড়ানোর পরে ব্যাট ছাড়াই একবার ক্রিজে পা ঠেকিয়ে দেন তিনি। বোল্ট তার পরে ফের বাইরে চলে আসেন।

ততক্ষণে ফিল্ডারের ছোঁড়া বল কিপার ডেভন কনওয়ের হাতে চলে আসে। তিনি স্টাম্পে বল লাগিয়ে রান-আউট করেন ট্রেন্ট বোল্টকে। এমআই নিউ ইয়র্ক শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮২ রান আটকে যায়। ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে টেক্সাস সুপার কিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *