ব্যাডমিন্টন খেলছিলেন, আর খেলতে খেলতেই আচমকা ঢলে পড়লেন মৃত্যুর কোলে! মাত্র ২৬ বছর বয়সি এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের নাগোল স্টেডিয়ামে। ওই সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই আঁতকে উঠছেন। প্রশ্ন তুলছেন, মাত্র ২৬ বছর বয়সে এভাবে হার্ট অ্যাটাকে একজন খেলোয়াড়ের মৃত্যুর আসল কারণ কী!
ওই তরুণের বয়স ২৫ বছর বলেও জানিয়েছে।
জানা গেছে, ওই ব্যাডমিন্টন খেলোয়াড়ের নাম গুন্ডলা রাকেশ। তিনি হায়দরাবাদে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

ভিডিওতে দেখা গেছে, ব্যাডমিন্টনের ডবলস ম্যাচ খেলছিলেন রাকেশ। খেলার সময় তার মধ্যে কোনো অস্বস্তির ছাপও ছিল না। এরপর হঠাৎই লুটিয়ে পড়েন তিনি। আশপাশের সবাই ছুটে আসেন। কিন্তু লাভ হয়নি, আর সাড়া দেননি রাকেশ।
তাকে সঙ্গে সঙ্গে সিপিআর দেয়া হয়। তাতেও জ্ঞান ফেরেনি। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুন্ডালাকে মৃত বলে ঘোষণা করেন।
এমন ঘটনা সাড়া ফেলেছে গোটা ভারতে। মাত্র ২৬ বছরের ফিট খেলোয়াড়ের এমন পরিণতি দেখে অনেকের মাঝেই দেখা দিয়েছে আতঙ্ক।